রাউজানের কদলপুরে দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহবধূ মারা গেছেন। তাঁর নাম রাশেদা আক্তার (৪০)। তিনি কদলপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের হযরত শাইর ফকির শাহ (র.) বাড়ির দুবাইপ্রবাসী হাজি মো. শাহাজানের স্ত্রী।
নিহতের শাশুড়ি জাহানারা বেগম বলেন, সকাল ১০টার দিকে আমিসহ পরিবারের চার সদস্য একসঙ্গে বসে চা-নাশতা খাই।
এরপর রাশেদা ছেলেকে স্কুলে পাঠিয়ে ট্যাংকে পানি ওঠানোর জন্য মোটর ছেড়ে দেন। একপর্যায়ে পানি উঠছে কি-না দেখার জন্য সে ছাদে ওঠে। তখন আমি পেছনের রুমে ছিলাম। হঠাৎ বিকট আওয়াজ পেয়ে আমি দৌড়ে ঘরের সামনে এসে দেখি ঘরের উঠানে বেলকনির সামনে পড়ে আছে রাশেদার দেহ।
তিনি আরো বলেন, সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পথেরহাটের পাইনিওর হসপিটাল, পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ইউপি সদস্য সাহাবু চৌধুরী ও স্থানীয়রা বলেন, পানির ট্যাংক যেখানে ছিল, সেখানে কোনো রেলিং ছিল না। হয়তো কাউকে ডাকতে গিয়ে বা নিচের দিকে দেখতে গিয়ে তিনি পড়ে যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের বর্তমানে ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে। সাত বছর আগে তাঁর বড় ছেলে পানিতে ডুবে মারা যায়।
বাংলা৭১নিউজ/এসএইচবি