শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

রমনা বটমূলে হামলার ২২ বছর: বিচার শেষ হয়নি

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৭ বার পড়া হয়েছে

নববর্ষে রমনা বটমূলে বোমা হামলার মামলার আপিল শুনানি দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আসামিদের নিম্ন আদালতের সাজা যেনো বহাল থাকে শুনানীতে সেই যুক্তিতর্ক তুলে ধরতে প্রস্তুত রাষ্ট্রপক্ষ।

২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান একজন।

এ ঘটনায় জঙ্গিগোষ্ঠী হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানসহ ১৪ জঙ্গিকে আসামি করা হয়। মামলার ১৩ বছরের মাথায় ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মুফতি হান্নানসহ ৮ জনের মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

নিম্ন আদালতের রায়ের ৯ বছর পরও আপিল শুনানী না হওয়ার কারণ জানতে চাইলে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান, রাষ্ট্রের কাছে সব মামলাই গুরুত্বপূর্ণ।

অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দীন বলেন, “আশা করছি বন্ধের পরে যখন নতুন বেঞ্চ হবে তখন হয়তো মাননীয় প্রধান বিচারপতি পাঠিয়ে দিবেন। নিম্ন আদালতের রায় বহাল থাকার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি।”

গুরুত্বপূর্ণ সব মামলাই পরিচালনা করা হয়। তবে আংশিকভাবে হাইকোর্টের তিনটি কোর্টে এই মামলার শুনানি হয়।

একেএম আমিন উদ্দীন বলেন, “যেহেতু এই মামলার আইনজীবী হিসেবে রাষ্ট্রপক্ষের ফাইলটা দেখেছেন এবং ওনার বিভিন্ন ওপেনিয়ন আছে, নোট করা আছে এই কারণে মামলার শুনানী করতে পারেননি। যার ফলে প্রধান বিচারপতি মহোদয়ের কাছে পাঠানো হয়েছে।”

এদিকে একই ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার বিচার এখনও শেষ হয়নি। মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ বিচারাধীন।

অন্য এক মামলায় আসামি মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com