১৪৪৩ হিজরির পবিত্র রমজান মাসের তারিখ নির্ধারণে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করতে আগামীকাল বৈঠক করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আগামীকাল শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বায়তুল মুকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে তা অনুষ্ঠিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভায় সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এম.পি.।
আজ শুক্রবার (১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়।
টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ফ্যাক্স নম্বর:০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।
বাংলা৭১নিউজ/এসএইচ