পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীতে সুলভ মূল্যে ডিম, দুধ ও মাংস বিক্রি শুরু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। খামারবাড়ি, তেজগাঁও, ফার্মগেটসহ ঢাকার ২৫টি জায়গায় ভ্রাম্যমাণ গাড়িতে এসব পণ্য বিক্রি করা হবে।
শুক্রবার সকালে বাড্ডায় এ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
ভ্রাম্যমাণ গাড়িতে প্রতি কেজি ড্রেসিং করা ব্রয়লার মুরগি ২৫০ টাকা, তরল দুধ ৮০ টাকা লিটার, প্রতি ডজন ডিম ১১৪ টাকা ও গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
যদিও গত বছরের চেয়ে ৫০ টাকা বেশি দামে গরুর মাংস বিক্রি হচ্ছে। বিক্রির এ কার্যক্রম চলবে ২৮ রমজান পর্যন্ত।
বাংলা৭১নিউজ/এসএইচ