পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইফতার মাহফিল-ইফতার পার্টি না করে সেই বাজেটের অর্থ দিয়ে দেশব্যাপী ৪ লাখ ৪৭ হাজার ৩২০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছে যুবলীগ।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে সাড়া দিয়ে দেশব্যাপী যুবলীগের নেতা-কর্মীরা এই কাজ করেন।
এছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ ১ কোটি ২৮ লাখ ৫০ হাজার নগদ অর্থ বিতরণ (চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ ৫৫ লাখ, লোহাগড়া উপজেলা যুবলীগ ১২ লাখ, সাতকানিয়া উপজেলা যুবলীগ ৬ লাখ, উত্তর সাতকানিয়া যুবলীগ ৫ লাখ, পটিয়া উপজেলা যুবলীগ ২৫ লাখ, আনোয়ারা উপজেলা যুবলীগ ৭ লাখ, কর্ণফুলী উপজেলা যুবলীগ ৫ লাখ, বোয়ালখালী উপজেলা যুবলীগ ৮ লাখ ও বাঁশখালী উপজেলা যুবলীগ ৫ লাখ ৫০ হাজার নগদ টাকা প্রদান করে। এর পাশাপাশি নীলফামারী জেলা যুবলীগ ২৬টি হুইল চেয়ার, ৬ টি রিকশা, ২০ টি সেলাই মেশিন ও ৫০০ টি শাড়ী লুঙ্গি বিতরণ করেছে।
এসব উপহার সামগ্রীর মধ্যে আরও রয়েছে শাড়ী, লুঙ্গি, চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবণ, সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন জিনিস।
যুবলীগের বিভিন্ন শাখায় পরিববার ভিত্তিক খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণের তালিকা
কেন্দ্রীয় যুবলীগ ১৯ হাজার পরিবার, যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল তার ব্যাক্তিগত উদ্যোগে মিরপুর এবং তার নিজ জেলা চাঁদপুরে ২৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, ঈদ উপহার ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন।
এছাড়াও ঢাকা মহানগর উত্তর যুবলীগ ১৫ হাজার, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ১২ হাজার, রাজশাহী মহানগর ১৩ শ, রাজশাহী জেলা ৮০০ শ, বগুড়া জেলা ২২ হাজার, পাবনা জেলা ৫০ হাজার, নাটোর জেলা ৫ হাজার, নওগাঁ জেলা ৬ হাজারট, জয়পুরহাট জেলা ২০ হাজার, রংপুর মহানগর ৪ হাজার, রংপুর জেলা ৩৭ শ, গাইবান্ধা জেলা ৪ হাজার, কুড়িগ্রাম জেলা ৪ হাজার, লালমনিরহাট জেলা ২ হাজার, ঠাকুরগাঁও জেলা ১ হাজার, দিনাজপুর জেলা ২২ শ, মানিকগঞ্জ জেলা ২ হাজার, টাঙ্গাইল জেলা ৪ হাজার, গাজীপুর জেলা ২৫ হাজার,
গাজীপুর মহানগর ২২ হাজার ৫শ, কিশোরগঞ্জ জেলা ৫ শ, ময়মনসিংহ জেলা ১৮ হাজার ৩শ, ময়মনসিংহ মহানগর ৮ হাজার, শেরপুর জেলা ২ হাজার, জামালপুর জেলা ১ হাজার ৮৭০, নেত্রকোণা জেলা ১০ হাজার, ঢাকা জেলা ৩ হাজার, নারায়ণগঞ্জ মহানগর ২৩ শ, রাজবাড়ী জেলা ৫ হাজার, ফরিদপুর জেলা ২ হাজার, মাদারীপুর জেলা ৩শ, গোপালগঞ্জ জেলা ৬ হাজার ১ শ, পটুয়াখালী জেলা ১৫ হাজার, বরগুনা জেলা ১ হাজার, পিরোজপুর জেলা ৩ হাজার, ঝালকাঠি জেলা ৭ শ, সিলেট মহানগর ৮ হাজার, সুনামগঞ্জ জেলা ১৬ শ
খুলনা মহানগর ১৫শ, খুলনা জেলা ২৪ শ, বাগেরহাট জেলা ৪ হাজার, সাতক্ষীরা জেলা ২ হাজার, যশোর জেলা ১৮ হাজার, নড়াইল জেলা ১৫ হাজার, মাগুরা জেলা ৫ হাজার, কুষ্টিয়া জেলা ৪ হাজার, মেহেরপুর জেলা ৪ হাজার, চুয়াডাঙ্গা জেলা ৪ হাজার ৫শ, খাগড়াছড়ি জেলা ১৫ শ, বান্দরবন জেলা ৩৫০, চট্টগ্রাম উত্তর জেলা ৭ হাজার, চট্টগ্রাম মহানগর ৩০ হাজার, রাঙ্গামাটি জেলা ১ হাজার, কক্সবাজার জেলা ৭শ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ৪ হাজার, কুমিল্লা মহানগর ১২শ, কুমিল্লা দক্ষিণ জেলা ১৫ শ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ৫ হাজার, নোয়াখালী জেলা ৪ হাজার ৫শ, লক্ষ্মীপুর জেলা ২৫শ ও চাঁদপুর জেলায় ২ হাজার টি পরিবারে মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ