সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসনে মার্চে ৩ ফ্লাইট নানা দাবিতে শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ এলপি গ্যাসের নতুন মূল্য জানা যাবে আজ নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৮ জামিল আহমেদ ‘অসত্য ও মনগড়া তথ্য’ দিয়েছেন : সংস্কৃতি মন্ত্রণালয় মৃত্যুর আগ পর্যন্ত আ.লীগের রাজনীতি করবো না, আদালতকে কামাল মজুমদার যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি করতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ রাজশাহীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, ৩ জন নিহত অস্কারে সেরা অভিনেতা ব্রডি, অভিনেত্রী মাইকি একটা পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে অস্থিতিশীল করার জন্য জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা: খালেদার খালাসের রায় আপিলেও বহাল নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ-চ্যাম্পিয়ন ভারত বুধবার থেকে ৬৪ জেলায় মিলবে টিসিবির পণ্য : বাণিজ্য উপদেষ্টা সাবেক এমপি তানভীর ইমাম পরিবারের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলা ট্যাক্স জিডিপি ও এফডিআই বাড়ানো বড় চ্যালেঞ্জ : অর্থ উপদেষ্টা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ড. ইউনূস, আ.লীগ-জামায়াতকে নিয়ে যা বললেন নোবেলজয়ী অমর্ত্য সেন সৌদিতে ১৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার রিয়াল মাদ্রিদের ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ উয়েফার

রমজানে সুপারস্টোরে বিকাশ পেমেন্টে কেনাকাটায় ডিসকাউন্ট কুপন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

প্রতিবারের মতো এবারও পুরো রমজান মাস ও ঈদের কেনাকাটায় দেশের শীর্ষ সুপারস্টোরগুলোয় বিকাশ পেমেন্টে থাকছে ডিসকাউন্ট। সুপারস্টোরভেদে ‘R2’ এবং ‘R3’ কুপন ব্যবহার করে বিকাশ পেমেন্টে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন গ্রাহকরা।

সুপারস্টোরগুলোয় কেনাকাটা শেষে বিকাশ অ্যাপে ‘R2’ কুপন কোড যোগ করে ন্যূনতম ১,৫০০ টাকা পেমেন্ট করলেই গ্রাহক পাচ্ছেন ৫০ টাকা ডিসকাউন্ট কুপন। এই প্রক্রিয়ায় একজন গ্রাহক দিনে এক বার এবং অফার চলাকালীন তিন বারে মোট ১৫০ টাকা ডিসকাউন্ট পেতে পারেন।

বিকাশ অ্যাপে ‘R2’ কুপন যোগ করে ন্যূনতম ১,৫০০ টাকা বিকাশ পেমেন্টে ৫০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে মীনাবাজার, ইউনিমার্ট, ডেইলি শপিং, আগোরা, প্রিন্স বাজার, বেঙ্গল মিট, হোলসেল ক্লাব, আপন ফ্যামিলি মার্টসহ আরও বেশ কয়েকটি সুপারস্টোরে। অফার সম্পর্কে বিস্তারিত দেখা যাবে এই লিংকে- https://www.bkash.com/campaign/ramadan-offer- superstore-2025 ।

এদিকে, সুপারস্টোর ব্র্যান্ড স্বপ্ন-এর বিভিন্ন আউটলেটে ‘R3’ কুপন ব্যবহার করে ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্টে দিনে একবার ৫০ টাকা এবং অফার চলাকালীন তিন বারে সর্বোচ্চ ১৫০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট উপভোগ করা যাবে। স্বপ্ন সুপারস্টোরে ডিসকাউন্ট অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে https://www.bkash.com/campaign/ramadan-offer-shwapno- 2025 ।

উল্লেখ্য, কুপন কোড যোগ করে বিকাশ অ্যাপ, কিউআর কোড এবং বিকাশ বাংলা কিউআর ব্যবহার করে পেমেন্টের ক্ষেত্রে গ্রাহকরা এই ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। উভয় ক্যাম্পেইনের ক্ষেত্রেই ডিসকাউন্ট কুপনের মেয়াদ থাকবে ০১ এপ্রিল, ২০২৫ পর্যন্ত।

পেমেন্ট করার সময় গ্রাহকেরা বিকাশ অ্যাপের ‘পেমেন্ট’ সেকশন এর ‘কুপন/প্রোমোকোড’ অপশন থেকে কুপন যোগ করে নিতে পারবেন। আবার অ্যাপের মেন্যু থেকেও কুপন আইকনে ট্যাপ করেও কোডটি যোগ করা যাবে। সুপারস্টোরভেদে ‘R2’ এবং ‘R3’ কুপনের প্রতিটি একই দিনে একবার করে ব্যবহার করা যাবে। 

উল্লেখ্য, নতুন কুপন ব্যবহার করার জন্য পূর্বের অব্যবহৃত কুপনটি আগে ব্যবহার করতে হবে। একটি কুপন শুধু একটি পেমেন্টের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com