বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ইমপালস্ হাসপাতালের উদ্দোগ্যে রোববার হাসপাতালের ডাক্তার এবং নার্সদের নিয়ে ইমপালস্ হাসপাতালের সেমিনার হলে ‘রমজান মাসে ডায়াবেটিস ম্যানেজমেন্ট’ এর উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইমপালস্ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ জাহীর আল-আমিন।
এসময় সেমিনারে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ওয়াদুদ আলী খান, সিওও ডাঃ দবির উদ্দিন আহমেদ খান সহ হাসপাতালের অন্যান্য ডাক্তার, উর্ধ্বতন কর্মর্কতা ও কর্মচারীবৃন্দ।
সেমিনারে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ইমপালস্ হাসপাতালের ডায়াবেটিকস ও এন্ড্রোক্রাইনোলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডাঃ হাসনাত এ. শাহীন।
তিনি বলেন, রমজানে ডায়াবেটিস রোগীরা স্বাচ্ছন্দে রোজা রাখতে পারবেন। তবে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা ঘন ঘন হাইপোগ্লাইসেমিয়ার ইতিহাস, জটিল কিডনী বা লিভারের সমস্যা, স্নায়ুরোগ, হৃদরোগ, গর্ভাবস্থা বা স্তন দান কারী মায়েদের রোজা রাখতে নিষেধ করা হয়।
রোজার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ বা ইনসুলিনের মাত্রা নির্ধারন করে নিতে হবে।
উল্লেখ্য, রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে ১৬ তালা বিষিষ্ট এই হাসপাতালটি গড়ে তোলা হয়েছে। চিকিৎসার আধুনিক সকল সুবিধা সম্বলিত এই হাসপাতালটি একটি পূর্নাঙ্গ হাসপাতাল। চিকিৎসার অত্যাধুনিক যন্ত্রপাতি ছাড়াও এই হাসপাতালটিতে সার্বক্ষনিকভাবে রোগীদের সেবায় রয়েছেন একদল বিশেষজ্ঞ ডাক্তার।
ইমপালস্ হাসপাতালে যাওয়ার ঠিকানা-৩০৪/ই, তেজগাঁও, শিল্প এলাকা, ঢাকা-১২০৮। হট লাইন ১০৬৪৪, ফোন: ৯৮৩১০৩৪-৪৩। এ্যাপয়েন্টমেন্টের জন্য: ০১৭১৫০১৬৭২৭, ওয়েব: www.impulsehospitalbd.com
বাংলা৭১নিউজ/জেএস