বাংলা৭১নিউজ,ডেস্ক: দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথদের কোষ্টেন নামকস্থানে মো. শাহজাহান নামে এক বাংলাদেশি ব্যবসায়ী দূর্বিত্তদের গুলিতে নিহত হয়েছেন।
৭ মে সকাল প্রায় ৯টায় কাস্টমার সেজে এক আফ্রিকান মো. শাহজাহানের দোকানে ‘পাই’ কিনতে আসে, এ সময় মো. শাহজাহান দোকান থেকে বের হচ্ছিলেন। সে সময় ঐ আফ্রিকান পেছন থেকে শাহজাহানের মাথায় ও বুকে ৩টি গুলি করে দ্রুত পালিয়ে যায়।
মূমুর্ষ অবস্থায় মো. শাহজাহানকে মার্কেনটাইল হাসপাতালে ইমার্জেন্সিতে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহজাহানের দেশের বাড়ি কুমিল্লা লাঙ্গল কোর্ট।
সঠিকভাবে এখনো জানা যায়নি কি জন্য খুন করা হয়েছে। তবে প্রাথমিকভাবে স্থানীয় বাংলাদেশির ধারণা (অবৈধ) চোরা মালের ক্রয় বিক্রয় নিয়ে বনিবনা না হওয়ায় এমন অনাকাঙ্খীত ঘটনা ঘটেছে।
বাংলা৭১নিউজ/এলএ.এফএ