বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় রমজান মাসের পবিত্রতা রক্ষায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ইসলামী ফাউন্ডেশন সিংড়া উপজেলা শাখার আয়োজনে একটি র্যালি শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে। পরে ফিল্ড সুপার ভাইজার রুহুল কুদ্দুস রুহির সভাপতিত্বে ইসলাসী ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক,সিংড়া প্রেসক্লাব সভাপতি এমরান আলী রানা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন, ইদ্রিস আলী সুমন, আশরাফুল ইসলাম,সিংড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। এদিকে মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিংড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে সমাবেশ করে। সমাবেশে সিংড়া উপজেলা শাখার সভাপতি মাও. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ সহ অন্যরা বক্তব্য রাখেন।
বাংলা৭১নিউজ/জেএস