বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের পরনে হলুদ রঙের গাউন। অন্যদিকে তার বর রণবীর কাপুর পরেছেন সাদা রঙের শার্ট ও প্যান্ট। সোফায় বসে আছেন এই তারকা দম্পতি। আলিয়াকে জড়িয়ে ধরে তার চিবুকে ভালোবাসার চুম্বন এঁকে দিয়েছেন রণবীর।
ক্রিসমাস উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন আলিয়া ভাট। এ পার্টিতে এমন সাজপোশাকে ক্যামেরাবন্দি হন আলিয়া-রণবীর। তারই বেশ কটি ছবি আলিয়া ভাট তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। আবেদনময়ী লুকে নেট দুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন এই অভিনেত্রী।
সবকিছু ছাপিয়ে আলিয়ার পোশাকটি নেটিজেনদের নজর কেড়েছে। কারণ বিলাসবহুল এ পোশাকের মূল্য জানলে অনেকের চোখই ছানাবড় হবে।
বলিউড শাদি ডটকম জানিয়েছে, আলিয়া ভাটের পোশাকটি প্রস্তুত করেছে ফ্রান্সের হার্ভ লেজার ব্র্যান্ড। এ গাউনের মূল্য ২ হাজার ৬১৩ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৮৭ হাজার টাকার বেশি।
বাংলা৭১নিউজ/এসএম