বাংলা৭১নিউজ,(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরে ফুলবাড়ীতে রডবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক আল-আমিন ( ৪২) , তার দুই সহকারী সাজ্জাদ হোসেন (৩২) ও আলামিন (৩০)।
পুলিশ জানায়, বিরামপুর থেকে রড নিয়ে ফুলবাড়ী আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা রডের নিচে চাপা পড়ে চালক আল-আমিন ও হেলপার সাজ্জাদ হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আহত অপর হেলপার আলামিনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত সবার বাড়ি বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামে।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল জানান, রডের নিচে চাপা পড়া দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় আহত একজনকে স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার মৃত্যু হয়।
বাংলা৭১নিউজ/পিআর