রংপুর সিটি করপোরেশনে (রসিক) সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।
রসিক নির্বাচনে কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি এ কথা বলেন।
নির্বাচনের সার্বিক বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, দুই-একটি কেন্দ্রে ইভিএমে সমস্যা হলেও তাৎক্ষণিক সেটা ঠিক করা হয়েছে।
আঙুলের ছাপ না মেলার প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, সকালে ঘন কুয়াশা ও শীতের কারণে অনেকের হাতের আঙুল শক্ত হয়েছিল। এ কারণে কিছুটা সমস্যা হতে পারে। তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে।
এদিকে, ইভিএম ব্যবহার নিয়ে জটিলতায় ধীর গতিতে চলছে ভোটগ্রহণ। বিষয়টি নিয়ে কিছু ভোটারকে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে।
মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর সিটি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি সন্তোষজনক হলেও ইভিএমে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন অনেক ভোটার।
সিটি কলেজ কেন্দ্রের ভোটার আল আমিন বলেন, বয়স্ক কিছু ব্যক্তি ইভিএম সম্পর্কে কিছুই বুঝতে পারছেন না। বুঝিয়ে দিলেও তারা বুঝতে পারছেন না। এতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অন্য ভোটারদের।
একই অভিযোগ করেন মহসিন নামে আরেক ভোটার।
তবে দীপিকা রানী নামে এক নারী ভোটার জানান, এর আগেও তিনি ইভিএমে ভোট দিয়েছেন। তার অভিজ্ঞতা আছে। এতে কোনো সমস্যা হবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, তার কেন্দ্রে ২ হাজার ৫৬ জন ভোটারের মধ্যে বেলা ১১টা পর্যন্ত ৯ শতাংশ ভোট পড়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ