কেন্দ্রে উপস্থিত ভোটারদের ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত রংপুর সিটি করপোরেশনে ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এতে ভোটগ্রহণ শেষ হতে রাত ৮টা বাজতে পারে বলে মনে করছেন তিনি।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিকেল ৫টার দিকে সাংবাদিকদের সিইসি বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) স্লো, এ ছাড়া ভোটার উপস্থিতিও বেশি।
এ জন্য ভোট গড়াতে পারে রাত ৮টা পর্যন্ত। ’
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোগ্রহণের সময় শেষ হয়েছে। সকাল সাড়ে ৮টায় নগরীর ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। নির্দিষ্ট সময় সাড়ে ৪টায় অধিকাংশ কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে এখনো বেশ কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি থাকায় ভোটগ্রহণ চলছে। সকাল থেকে ইভিএমে ভোট দিতে বিলম্ব হয়েছিল বলে জানিয়েছেন ভোটাররা।
রিটার্নিং অফিসার আব্দুল বাতেন বলেন, ‘ভোটগ্রহণ চলমান রয়েছে। কেন্দ্রে ভোটাররা থাকলে ভোট গ্রহণ করা হবে। ’
নির্বাচন বেশ উৎসবমুখর হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে রংপুর সিটি করপোরেশন নির্বাচন সিসি ক্যামেরায় মনিটর করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ