বাংলা৭১নিউজ,ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দুই দিনের সফরে রংপর গেছেন।বৃহস্পতিবার সকালে বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে প্রথমে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যান। নভোএয়ারের একটি বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরের নামার পর রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি।
দুপুর পৌনে ১২টায় রংপুর সার্কিট হাউসে সালাম গ্রহণ করবেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। বিকেল ৩টায় গংগাচড়া উপজেলার খলোয়া ইউনিয়নে এক পথসভায় বক্তৃতা করবেন তিনি। সন্ধ্যা ৬টায় জাতীয় পার্টির রংপুর কার্যালয়ে এক মতবিনিময় সভায় যোগ দিবেন পার্টির চেয়ারম্যান।
সফর শেষে শুক্রবার সকাল সাড়ে ৯টায় রংপুর পল্লী নিবাস থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন এরশাদ। বেলা ১১টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে নভোএয়ারের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। দুপুর পৌনে ১টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে হুসেইন মুহম্মদ এরশাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এই সফরে তার সঙ্গে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার এবং রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও পার্টির ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান জাহাঙ্গীর।
আজ বিমানবন্দরে এরশাদকে বিদায় জানান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, আবদুস সবুর আসুদ, কেন্দ্রীয় নেতা মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল, মো. আল মামুন প্রমুখ।
বাংলা৭১নিউজ/এসকে