বাংলা৭১নিউজ,(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলায় ৭৮ কেজি গাঁজাসহ জাকির হোসেন (৪২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বুধবার দুপুরে র্যাব-১৩-এর মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোস্তফা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১৩-এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা গ্রামে অভিযান চালায়। এ সময় টিনশেড আলুর ঘরে বিশেষ কায়দায় রাখা ৭৮ কেজি গাঁজাসহ মহেশা গ্রামের মৃত আইজুল ইসলাম সরকারের ছেলে জাকির হোসেনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তার সঙ্গে জড়িত অন্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এমকে