বাংলা৭১নিউজ, রংপুর : রংপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্য আত্মসমর্পণ করেছেন।
তারা হলেন- দিনাজপুরের গোড়াঘাট উপজেলার লোহারবান গ্রামের মনজুর হোসেনের ছেলে মাসুদ রানা, জিল্লুর রহমানের ছেলে হাফিজুর রহমান, জয়রামপুর গ্রামের সরওয়ার হোসেনের ছেলে আকতারুজ্জামান।
তারা তিনজনই মাদ্রাসার ছাত্র।
আজ রংপুর নগরীর চেকপোস্ট এলাকায় শীতল অডিটোরিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে জেএমবির এ তিন সক্রিয় সদস্য আত্মসমর্পণ করেন।
এ সময় অত্মসমর্পণকারী হাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, গত ঈদুল ফিতরের দিন শোলাকিয়ায় হামলার পর শফিউল ধরা পড়লে তিনিসহ কয়েকজন ভীত হয়ে পড়েন।
হাফিজ বলেন, তখন আমি বুঝতে পারি আমরা ভুল পথে এসেছি। এরপর সিদ্ধান্ত নেই আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে যাবো।
আত্মসমর্পণকারী জেএমবির এই সদস্য বলেন, সিদ্ধান্তের পর র্যাবের সঙ্গে যোগাযোগ করি যে, সুযোগ থাকলে আমি স্বাভাবিক জীবনে ফিরতে চাই। সেই পরিপ্রেক্ষিতে আজ আমিসহ আমরা কয়েকজন আত্মসমর্পণ করলাম।
এখনও যারা জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হাফিজ তাদের উদ্দেশ্য করে বলেন, আমি চাই এই ভুল পথ থেকে তারাও ফিরে আসুক। প্রশাসন আমাদের মতোই তাদেরও সহায়তা করবে।
পরে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আত্মসমর্পণ করা তিন জঙ্গির প্রত্যেককে পুনর্বাসনের জন্য পাঁচ লাখ টাকার চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ উপস্থিত ছিলেন।
তিন জেএমবি সদস্যের আত্মসমর্পণ অনুষ্ঠানে তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এম