বাংলা৭১নিউজ,রংপুর প্রতিনিধি: রংপুরের কোতোয়ালি থানায় ঘাঘট এলাকায় র্যাবের মাদকবিরোধী অভিযানে শওকত আলী ওরফে ঘুঘু (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে মাদক, ছিনতাই, ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে।
র্যাব-১৩ গণমাধ্যম শাখার কর্মকর্তা এএসপি খন্দকার গোলাম মর্তুজা বলেন, র্যাবের একটি দল ১২নং ওয়ার্ডে মাদক উদ্ধার অভিযানে নেমেছিল। তখন তিন-চারজন মাদক বিক্রেতা র্যাবকে লক্ষ্য করে গুলি করে। র্যাবও পাল্টা গুলি করলে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়েছে বলে কর্তৃব্যরত চিকিৎসক জানান।
এ ঘটনায় এক র্যাব সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছেন গোলাম মর্তুজা।
তিনি বলেন, এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ছয় কেজি গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। নিহত শওকতের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
বাংলা৭১নিউজ/আরএমকে