মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে রংপুরের মিঠাপুকুর উপজেলা এলাকা হতে ৩৩.৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। শুক্রবার সন্ধ্যায় র্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, শুক্রবার ভোরে র্যাব-১৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর এলাকায় রংপুর-ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট করাকালীন একটি ট্রাক তল্লাশি করে ৩৩ দশমিক ৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট জেলার কুলাঘাট এলাকার আলাল উদ্দিনের ছেলে ট্রাকের চালক মো. দুলাল ইসলাম এবং একই এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে ট্রাকের হেলপার মো. জামিনুল।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করে। ধৃৃত আসামীদের বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ