শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশে আসছে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট শনিবার থেকে শীত আরও বাড়বে ‘অধিকারের প্রশ্নে কারও সঙ্গে আপস করবো না’ ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় আহত ১২ রংপুরে পূবালী ব্যাংক সিকিউরিটিজের ডিজিটাল বুথ চালু দিনাজপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ শিরীন শারমিন কোথায়, ঘরে বসে আঙুলের ছাপ দেওয়ার অভিযোগ হাসপাতাল ছেড়ে ছেলের বাসায় যেতে পারেন খালেদা জিয়া পুতিনের সাথে বসতে প্রস্তুত ট্রাম্প অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল বিশ্বব্যাংক বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’, মহড়াসহ আরও যা হবে বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন কারখানা স্থাপনে চীনকে আহ্বান সীমান্ত নিয়ে যে বার্তা দিলেন বিজিবি অধিনায়ক কিবরিয়া ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু নাইজেরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ২০ জেলে নিহত মামলা করলেন সারজিস আলম চাল-মুরগির দাম চড়া, অন্য সব আগের মতো প্রত্যেক খুনের বিচার হতে হবে: জামায়াত আমির বাংলাদেশে সংস্কারে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের সমর্থন আমি অভিনয় থেকে অবসর নিতে প্রস্তুত : রাশমিকা

রংপুরে পূবালী ব্যাংক সিকিউরিটিজের ডিজিটাল বুথ চালু

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

এবার রংপুরে পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পঞ্চম ‘ডিজিটাল বুথ’ চালু করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রংপুরের প্রাণকেন্দ্র পায়রা চত্তরে পেপার প্যালেস টাওয়ারে পূবালী ব্যাংক সিকিউরিটিজের নতুন ডিজিটাল বুথ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহছান উল্ল্যা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের রংপুরের আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাব হোসেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহছান উল্ল্যা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে দেখে শুনে বিনিয়োগ করার দিক নির্দেশনা দেন। এছাড়াও রংপুরে পূবালী ব্যাংক সিকিউরিটিজের নতুন ডিজিটাল বুথে নতুন বিও হিসাব খোলা, মার্জিন লোনের উপর বিশেষ সুবিধা দেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি। 

পাশাপাশি, মোবাইল অ্যাপসের মাধ্যমে ঘরে বসে শেয়ার ক্রয়-বিক্রয় করা, মার্জিন ঋণ সুবিধা, আইপিও শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে স্ট্যান্ডিং ইন্সট্রাকশন পরিপালন ও বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ প্রদানসহ নানা সুবিধার তথ্য তুলে ধরেন। 

একই সঙ্গে বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে লোভ সংবরণ করে ধৈর্য্য ধারণ করে শেয়ার কেনা-বেচার পরামর্শ দেন।

এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী এবং আয়ুর্বেদ এবং ইউনানী চিকিৎসক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাকিম মো. দবির উদ্দিন বর্তমান পুঁজিবাজারের উপর বক্তব্য রাখেন এবং দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. রাকিবুল হাসান রাকিব, রংপুরে নতুন ডিজিটাল বুথের ইনচার্জ মো. মিনহাজুল ইসলামসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ১০ নভেম্বর সিলেট নগরীর চৌহাট্টায় আরএন টাওয়ারের ষষ্ঠ তলায় পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চতুর্থ ডিজিটাল বুথ উদ্বোধন করা হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com