বাংলা৭১নিউজ,(রংপুর)প্রতিনিধিঃ রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুুস্থ হয়ে আরও চারজন বাড়ি ফিরেছেন। শনিবার (০৯ মে) দুপুরে চারজন করোনা থেকে সুস্থ ব্যক্তিকে ছাড়পত্র দেয়া হয়।
তারা হলেন- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্স রিনা চৌধুরী, বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও মিঠাপুকুর উপজেলার বাসিন্দা আনিসুর রহমান, গোবিন্দগঞ্জের ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফয়সাল মামুন এবং ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থী মোখতার হোসেন। বিদায় নেয়ার সময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকরা তাদের ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানান। এ নিয়ে মোট নয়জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন।
তাদেরকে ছাড়পত্র প্রদানের বিষয়টি নিশ্চিত করে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন নবী বলেন, রিনা চৌধুরী গত ২৪ এপ্রিল, আনিসুর রহমান ২৯ এপ্রিল, ফয়সাল মামুন ২ মে এবং মোখতার হোসেন ৫ মে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের রোগের উপসম হওয়ায় এবং ২৪ ঘণ্টায় পর পর দুইবার করে নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় শনিবার তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, গত ১৯ এপ্রিল থেকে হাসপাতালের কার্যক্রম শুরু হওয়ার পর ৩৩ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে নয়জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ২৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বাংলা৭১নিউজ/এসআর