শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রংপুরে চলতি মৌসুমে সরিষার ভালো ফলন হয়েছে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭
  • ২২৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, রংপুর : চলতি রবি মৌসুমে রংপুর এলাকায় সরিষার ভালো ফলন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুত্রে জানা যায়, চলতি মাসে চর এলাকায় ফসল কাটার মৌসুম শুরু হয়েছে। একই সাথে মূল ভূখন্ডে চলতি মাসে ফসল কাটা শুরু হবে।

মার্কেট সূত্রে জানা যায়, স্থানীয় মার্কেটগুলোতে ফসল কাটা মৌসুমের শুরুতে সরিষার দাম মণ প্রতি ২ হাজার ২৫০ টাকা থেকে নেমে ২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যানপালন বিশেষজ্ঞ খন্দকার মোহাম্মদ মেজবাউল ইসলাম বলেন, কৃষক ইতিমধ্যে মাঠ থেকে সরিষা ফসল উত্তোলন শুরু করেছে। আগামী মাসে উত্তোলন অব্যাহত থাকবে।

তিনি বলেন, কৃষক ৪৪ হাজার ৭০৫ হেক্টর কৃষি জমির মধ্যে ৩৮ হাজার ৫২৫ হেক্টর জমিতে এ মৌসুমে সরিষা আবাদ করেছেন। এবছর প্রায় ৫৪ হাজার ৯৮৭ টন সরিষা উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। অপরদিকে চলতি রবি মৌসুমে এই এলাকায় তৈলবীজ আবাদ তুলনামূলভাবে কম হতে পারে।

তিনি বলেন, রবি শস্যের বহুমাত্রিক ফলনের কারণে এ বছর হয়তোবা সরিষার নির্ধারিত উৎপাদন টার্গেট পূরণ নাও হতে পারে। বিগত বছরের চেয়ে এবার বেশীরভাগ জমিতে আমন ধানের আবাদ হয়েছে।

তিনি বলেন, চলতি রবি মৌসুমে রংপুরে ৭ হাজার ২শত হেক্টর, গাইবান্ধায় ৯ হাজার ৪৭৫ হেক্টর, কুড়িগ্রামে ১৬ হাজার ১৫০ হেক্টর, লালমনিরহাটে ১ হাজার ৭৩০ হেক্টর ও নীলফামারীতে ৩ হাজার ৯৭০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।

আরডিআরএস কর্মকর্তা মামুনর রশীদ বলেন, কৃষক বেশী পরিমাণ সরিষা পেতে বারি শ্রেণীর উচ্চ ফলনশীল সরিষার বীজ ব্যবহার করেছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ আলম বলেন, কৃষক এবার উচ্চ ফলনশীল সরিষার বেশি উৎপাদন প্রত্যাশা করেন।

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com