বাংলা৭১নিউজ, রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাড়ি নামক স্থানে সিমেন্টবাহী ট্রাক উল্টে ঘটনাস্থলে ১১ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও ছয় জনসহ মোট ১৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন।
হতাহতদের সবাই পোশাক শ্রমিক। শনিবার ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ট্রাকের আরোহীরা সবাই পোশাক শ্রমিক। তাদের সবার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে। তারা ঈদ উপলক্ষে বাড়ি যেতে গাজিপুর থেকে একটি সিমেন্টবাহী ট্রাকে উঠে। পীরগঞ্জের কলাবাড়ি এলাকায় পৌঁছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে আরও ছয় জন মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া, ট্রাকে আরও যাত্রী ছিল। তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা
।
বাংলা৭১নিউজ/জেএস