শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

যৌন হেনস্তার অভিযোগ প্রত্যাহার, তবে অবশ্যই একদিন বিচার পাব: কেট শর্মা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮
  • ৩১২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: বলিউডের বরেণ্য চলচ্চিত্র পরিচালক সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ করেছিলেন মডেল ও অভিনয়শিল্পী কেট শর্মা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, সুভাষ ঘাইয়ের সঙ্গে কাজ করার সময় তাঁকে ধর্ষণ করা হয়েছে। পানীয়তে নেশার দ্রব্য মিশিয়ে তাঁকে অচেতন করা হয়। এরপর অচেতন অবস্থায় তাঁকে ধর্ষণ করেন বলিউডের এই পরিচালক। গত ২৬ অক্টোবর মুম্বাইর ভারসোভা পুলিশ স্টেশনে তিন পাতার লিখিত অভিযোগ করেন কেট শর্মা।

কিন্তু এবার মিড ডে পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে কেট শর্মা বলেছেন, ‘মুম্বাই পুলিশকে ইতিমধ্যেই জানিয়েছি, আমি সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে চাই। এই অভিযোগ নিয়ে আলোচনা করার বদলে নিজের পরিবার আর অসুস্থ মায়ের দেখাশোনা করা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেছেন, ‘তবে আমার সঙ্গে যা ঘটেছে, তার জন্য অবশ্যই একদিন বিচার পাব।’

কেট শর্মার মতে, ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনকে এখন মানুষ মজায় পরিণত করেছে। কিছু ঘটছে না, কেউ গ্রেপ্তার হচ্ছে না। পুলিশ শুধু মামলা নিতেই ব্যস্ত। তিনি বলেন, ‘যদি কাউকে গ্রেপ্তার করা না হয়, তাহলে এই আন্দোলনের কোনো মানে থাকে? এখনো পর্যন্ত কোনো অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে? পুলিশ বলেছে, আমি যদি চাই তাহলে মামলা করতে পারি। সুভাষ ঘাই আমার সঙ্গে কী আচরণ করেছিলেন, তা সবার সামনে বলেছি, প্রয়োজনে আবার বলব। কিন্তু সবকিছু দেখে আমি বিরক্ত। তাই অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছি।’

আর অভিযোগ প্রত্যাহার করে নেওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কেট শর্মা।

গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে কেট শর্মা বলেছেন, ‘সুভাষ ঘাই তাঁর লোখান্ডওয়ালার অ্যাপার্টমেন্টে তাঁকে প্রায়ই চিত্রনাট্য শোনাতে ডাকতেন। সুভাষের এই বাসায় স্ত্রী থাকতেন না। আর এই বাসার তিনি নাম দিয়েছিলেন “থিংকিং প্যাড”। একদিন চিত্রনাট্য শোনানোর সময় সুভাষ বলেন, তাঁকে ইন্ডাস্ট্রিতে কতটা ভুল বোঝা হয়। আর আমি একমাত্র, যাঁকে তিনি ভালোবাসেন। এসব কথা বলে আমার কোলে তাঁর মাথা রাখেন। আমি যেই উঠে দাঁড়াই, সুভাষ আমাকে জোর করে চুম্বন করেন। আমি হতভম্ব হয়ে সেখান থেকে পালিয়ে যাই।’

কেট শর্মার আর্থিক পরিস্থিতি সে রকম ছিল না। আর হাতে অন্য কোনো কাজ ছিল না। তাই এই ঘটনার পরও তিনি চাকরিটা ছাড়ার সাহস পাননি। সেই ভয়ংকর দিনের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘এক সন্ধ্যায় মিউজিক সেশনের পর আমাকে পানীয় পান করার প্রস্তাব দেন সুভাষ। পানীয়র মধ্যে নেশার দ্রব্য মেশানো ছিল। এরপর আমাকে তিনি আমার বাসায় না নিয়ে গিয়ে সোজা হোটেল কক্ষে নিয়ে যান। সেখানে তিনি আমার জিনসের প্যান্ট খুলে দেন। আর আমার মুখের ওপর হাত দিয়ে চেপে ধরেন। আমি কাঁদতে থাকি। আমি অচেতন হয়ে গেলে তিনি আমাকে ধর্ষণ করেন।’

পরদিন সুভাষ ঘাই মেয়েটিকে তাঁর বাসায় নামিয়ে আসেন। এই ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন কেট শর্মা। কয়েক দিন তিনি কাজে যাননি। মেয়েটিকে হুমকি দেওয়া হয়, যদি তিনি চাকরিটা ছেড়ে দেন, তাহলে পাওনা টাকা পাবেন না। কিন্তু সেই জঘন্য ঘটনার পর মেয়েটি সুভাষ ঘাইয়ের সঙ্গে আর কথা বলেননি।

এদিকে ৭৩ বছর বয়সের সুভাষ ঘাই তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তখন বলেন, ‘আমার বিরুদ্ধে কিছু অভিযোগের কথা আমি শুনেছি। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, যেকোনো খ্যাতনামা মানুষের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। বিগত কিছু ঘটনা কোনো সত্যতা ছাড়াই প্রকাশ করা হচ্ছে। আমি এই মিথ্যা অভিযোগ অত্যন্ত কড়াভাবে বিরোধিতা করছি।’

প্রবীণ এই পরিচালক আরও বলেন, ‘যদি মেয়েটি এই ধরনের অভিযোগ থাকে, তাহলে তার আদালতে গিয়ে প্রমাণ করা উচিত। আর তা না হলে আমি নিশ্চিতভাবে মানহানির মামলা করব।’

বাংলা৭১নিউজ/একে

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com