ধনকুবের ইলন মাস্ক বলেছেন, টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ নেওয়ার মতো ‘যথেষ্ট বোকা’ কাউকে খুঁজে পেলেই ওই দায়িত্ব তিনি ছেড়ে দেবেন।
বিবিসি জানিয়েছে, টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত কি না, সেই প্রশ্ন রেখে ইলন মাস্ক এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের কাছে ভোট চেয়েছিলেন। সেই জরিপে ভোট পড়েছে এক কোটি ৭৫ লাখ দুই হাজার ৩৯১ জনের।
তাতে ৫৭.৫ শতাংশ উত্তরদাতা ইলন মাস্কের সরে দাঁড়ানোর পক্ষে মতামত দিয়েছেন।
অন্যদিকে ৪২.৫ শতাংশ উত্তরদাতা বলেছেন, ইলন মাস্ক থেকে যাক।ভোটাভুটিতে বিপক্ষে জনমত বেশি থাকার পর প্রথমবার এ নিয়ে মুখ খুললেন ইলন মাস্ক। নতুন এক টুইট বার্তায় ইলন মাস্ক লিখেছেন, সিইও পদের জন্য যোগ্য লোক পেলেই তিনি দায়িত্বটা ছেড়ে দেবেন। তবে টুইটারের সফটওয়্যার আর সার্ভার টিমকে তিনি নিজের অধীনেই রাখবেন বলে জানিয়েছেন।
সূত্র: বিবিসি