বাংলা৭১নিউজ, আবদুল ওয়াজেদ কচি, সাতক্ষীরা থেকে : সাতক্ষীরা কালিগঞ্জ সড়কে খানা খন্দকে ভরা যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। বন্ধ হতে পারে সারা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা। টানা বর্ষনে শহরে প্রধান সড়কে জরাজির্ন ভগ্নদশা পরিনত হয়েছে। সড়কে পানি জমে থৈ থৈ করছে, কোথাও রাস্তার কোন অস্তিত্ব নেই। দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় করুন দশা সৃষ্টি হয়েছে।
প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী ও মালবাহী পরিবহন ঝুকি নিয়ে এ সড়ক দিয়ে জেলার বাহিরে ছেড়ে যাচ্ছে। শুধু তাই নয় নিজ প্রয়োজনে অফিস আদালত স্কুল কলেজ সহ জেলার বিভিন্ন স্থানে যাত্রীবাহী ঝাকুনির মধ্যে হেলে দুলে চলছে। যে কোন মূহুর্তে বন্ধ হতে পারে সড়কে যোগাযোগ ব্যবস্থা। সাতক্ষীরা সড়ক বিভাগের তথ্য মতে জানাগেছে বর্ষার পূর্বে ৪টা মে ঠিকাদার ময়নদ্দিন বাসী ওয়ার্ক অর্ডার সড়ক সংস্কারের কিন্তু তিনি সময় মত কাজ না করে হঠাৎ সংস্কারের নামে শহরের প্রাণ কেন্দ্র সড়ক খুড়ে যাত্রী সাধারণের মরনফাদ তৈরী করেছেন।
সাতক্ষীরা দূর্ভোগ জেলায় পরিনত হয়েছে। ভুক্তভোগী মহল ঠিকাদারী প্রতিষ্ঠানকে দায়ী মনে করছেন। জেলাবাসীর চলাচলের উপযোগী করতে সড়ক সংস্কারে জোর দাবি করছেন ভুক্তভোগী মহল।
বাংলা৭১নিউজ/জেএস