রবিবার, ০৫ মে ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

যে কারণে কান চলচ্চিত্র উৎসবে থাকছেন না ক্যাটরিনা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক : বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সোনম কাপুর দুজনকেই দেখা যাবে এবারের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায়। কিন্তু অভিনেত্রী ক্যাটরিনা কাইফ উপস্থিত থাকতে পারবেন কিনা তা নিয়ে ছিল সংশয়। অবশেষে জানা গেছে, এবারের কান উৎসবের লাল গালিচায় হাঁটবেন না ক্যাটরিনা কাইফ।

কসমেটিকস কোম্পানি ল’রিয়েলের ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্যাটরিনা, ঐশ্বরিয়া ও সোনম কাপুর। গত বছর প্রথমবারের মতো কানের লাল গালিচায় হাজির হয়েছিলেন অভিনেত্রী ক্যাটরিনা।

কী কারণে থাকছেন না সেই বিষয়ে এক ‍বিবৃতিতে ক্যাটরিনা বলেন, ‘কান চলচ্চিত্র উৎসবটি যে কোনো শিল্পীর জন্য খুবই আনন্দের একটি জায়গা। গত বছর সেখানে আমার খুবই আনন্দের একটি অভিজ্ঞতা হয়েছে। এ বছরও ব্র্যান্ডটি আমাকে আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু তাদের প্রস্তাবটি আমাকে সম্মানের সহিত ফিরিয়ে দিতে হয়েছে। কারণ আমার অন্য একটি গুরুত্বপূর্ণ জায়গায় কথা দেওয়া আছে।’

ক্যাটরিনা এখন ব্যস্ত তার পরবর্তী সিনেমা জাগ্গা জাসুস এবং বার বার দেখো। ক্যাটরিনা বলেন, ‘এ বছর আমি খুবই ব্যস্ত। আমি কয়েকটি অসাধারণ সিনেমার কাজ করছি। যার জন্য আমাকে খুব ব্যস্ত থাকতে হচ্ছে। আগামী বছর অবশ্যই আমি এই উৎসবে উপস্থিত হওয়ার আশা করছি।’

ল’রিয়েলের ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার রাগজীত গার্গ কান ২০১৬-তে ক্যাটরিনাকে না পেয়ে তার হতাশা জানিয়ে বলেন, ‘গত বছর কান চলচ্চিত্রে ক্যাটরিনার অভিষেক হয়। সেখানকার আলোচিত তারকাদের মধ্যে তিনি ছিলেন একজন। এ বছর তিনি তার কিছু বিশেষ কারণে উপস্থিত হতে পারছেন না। আমি তার সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে কানে তার ম্যাজিক খুব মিস করব।’

দুই বছর ধরে ল’রিয়েলের প্রতিনিধিত্ব করে গত বছর কানের লাল গালিচায় অভিষেক হয় ক্যাটরিনার। এর আগে ১৪ বছর ধারাবাহিকভাবে কানের লাল গালিচায় দেখা গেছে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। অন্যদিকে গত বছর কানের লাল গালিচায় পাঁচ বছর পূর্ণ করেছেন সোনম কাপুর।

১৯৪৬ সাল থেকে প্রতি বছর পালিত হয়ে আসছে কান চলচ্চিত্র উৎসব। পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কান। আগামী ১১ মে বসছে এ উৎসবের ৬৯তম আসর। দক্ষিণ ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর কানে অনুষ্ঠিত এ উৎসব। এ উৎসবের পর্দা নামবে ২২ মে।

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com