বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার: আসিফ মাহমুদ জাহাজে সাত খুন: বাগেরহাট থেকে ইরফান গ্রেফতার মোজাম্বিকে তিন শতাধিক বাংলাদেশির দোকান লুটপাট শুভ বড়দিন আজ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫ চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেটা নিজের মধ্যে স্থাপন করতে হবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর জেলখানায় হত্যা: শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল কর্ণফুলীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবার সিলেট সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ দেশের স্বাধীনতা, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করবো না: জামায়াত আমির ডিএমপিতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫২৯ মামলা রোহিঙ্গা ক্যাম্পে আগুনে কয়েকশ’ ঘর ভস্মীভূত, নিহত ২ গ্রিনল্যান্ড কিনতে চান ট্রাম্প, ক্ষেপল ডেনমার্ক! নারায়ণগঞ্জে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত দুদকের মামলায় গ্রেফতার সাবেক সচিব ইসমাইল

যে কারণে কান চলচ্চিত্র উৎসবে থাকছেন না ক্যাটরিনা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক : বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সোনম কাপুর দুজনকেই দেখা যাবে এবারের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায়। কিন্তু অভিনেত্রী ক্যাটরিনা কাইফ উপস্থিত থাকতে পারবেন কিনা তা নিয়ে ছিল সংশয়। অবশেষে জানা গেছে, এবারের কান উৎসবের লাল গালিচায় হাঁটবেন না ক্যাটরিনা কাইফ।

কসমেটিকস কোম্পানি ল’রিয়েলের ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্যাটরিনা, ঐশ্বরিয়া ও সোনম কাপুর। গত বছর প্রথমবারের মতো কানের লাল গালিচায় হাজির হয়েছিলেন অভিনেত্রী ক্যাটরিনা।

কী কারণে থাকছেন না সেই বিষয়ে এক ‍বিবৃতিতে ক্যাটরিনা বলেন, ‘কান চলচ্চিত্র উৎসবটি যে কোনো শিল্পীর জন্য খুবই আনন্দের একটি জায়গা। গত বছর সেখানে আমার খুবই আনন্দের একটি অভিজ্ঞতা হয়েছে। এ বছরও ব্র্যান্ডটি আমাকে আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু তাদের প্রস্তাবটি আমাকে সম্মানের সহিত ফিরিয়ে দিতে হয়েছে। কারণ আমার অন্য একটি গুরুত্বপূর্ণ জায়গায় কথা দেওয়া আছে।’

ক্যাটরিনা এখন ব্যস্ত তার পরবর্তী সিনেমা জাগ্গা জাসুস এবং বার বার দেখো। ক্যাটরিনা বলেন, ‘এ বছর আমি খুবই ব্যস্ত। আমি কয়েকটি অসাধারণ সিনেমার কাজ করছি। যার জন্য আমাকে খুব ব্যস্ত থাকতে হচ্ছে। আগামী বছর অবশ্যই আমি এই উৎসবে উপস্থিত হওয়ার আশা করছি।’

ল’রিয়েলের ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার রাগজীত গার্গ কান ২০১৬-তে ক্যাটরিনাকে না পেয়ে তার হতাশা জানিয়ে বলেন, ‘গত বছর কান চলচ্চিত্রে ক্যাটরিনার অভিষেক হয়। সেখানকার আলোচিত তারকাদের মধ্যে তিনি ছিলেন একজন। এ বছর তিনি তার কিছু বিশেষ কারণে উপস্থিত হতে পারছেন না। আমি তার সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে কানে তার ম্যাজিক খুব মিস করব।’

দুই বছর ধরে ল’রিয়েলের প্রতিনিধিত্ব করে গত বছর কানের লাল গালিচায় অভিষেক হয় ক্যাটরিনার। এর আগে ১৪ বছর ধারাবাহিকভাবে কানের লাল গালিচায় দেখা গেছে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। অন্যদিকে গত বছর কানের লাল গালিচায় পাঁচ বছর পূর্ণ করেছেন সোনম কাপুর।

১৯৪৬ সাল থেকে প্রতি বছর পালিত হয়ে আসছে কান চলচ্চিত্র উৎসব। পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কান। আগামী ১১ মে বসছে এ উৎসবের ৬৯তম আসর। দক্ষিণ ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর কানে অনুষ্ঠিত এ উৎসব। এ উৎসবের পর্দা নামবে ২২ মে।

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com