শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাও সেতুংয়ের জন্মদিনে চীনের আকাশে ‘গোপন বৈশিষ্ট্যের’ যুদ্ধবিমান ক্রসফায়ারে নিহত বিএনপি নেতার পরিবারকে বাড়ি দিচ্ছেন তারেক রহমান নাশকতাকারীরা কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না : ধর্ম উপদেষ্টা গুম অবস্থায় ভারতের কারাগারে যাওয়ার লোমহর্ষক বর্ণনা দিলেন সুখরঞ্জন ঢাকা মেইলের সাংবাদিক কাজী রফিক আর নেই পাকিস্তানে পৃথক সংঘর্ষে এক মেজর ও ১৩ সন্ত্রাসী নিহত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে ড. ইউনূসের শোক বারবার জাতীয় পতাকাকে খামচে ধরছে পুরোনো শকুন: উপদেষ্টা আদিলুর রহমান আরাকান থেকে পালিয়ে দেশে ঢুকেছে আরও ৩৪ রোহিঙ্গা তেল আবিব বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট-প্লট বুকিং নির্বাচনেও যেতে হবে কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে: দেবপ্রিয় ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল: আইএসপিআর গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক হলো নির্বাচন: ফখরুল সচিবালয়ে অগ্নিকাণ্ড: মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত তদন্ত কমিটির কাজ শুরু সংস্কারের বিষয়ে ঐকমত্য হতে হবে, কাউকে প্রতিপক্ষ ভাবা ঠিক নয় জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না: সারজিস আলম খালেদা জিয়া-তারেক রহমানের নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই ঢাকামাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫ নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে: ফায়ারের ডিজি

যেভাবে ভারতে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশি বিস্কুট

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৬৯ বার পড়া হয়েছে

ভারতের বিভিন্ন রাজ্যে হঠাৎ করেই জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশি কোম্পানি প্রাণ-আরএফএল গ্রুপের ‘পোটাটা স্পাইসি বিস্কুট’। সবকিছুর শুরু মূলত একটি টুইটকে কেন্দ্র করে। এক ব্যক্তি বিস্কুটটির প্যাকেটের ছবি শেয়ার করে টুইটে লেখেন, ‘এই বিস্কুট সত্যই আসক্তি’। এরপরই চারদিকে এই পোস্টটি ছড়িয়ে পড়ে। তখন দেখা গেলো, লকডাউনের মাঝে কীভাবে এই বিস্কুটটি খুঁজে পাওয়া গেছে তা নিয়ে আলোচনা চলছে। কেবল যে সামাজিক যোগাযোগমধ্যম তা নয়; বরং সব জায়গায় পণ্যটির জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মিন্ট লউঙ্গ।

সেখানে বলা হয়েছে, টুইটটির পর তাৎক্ষণিকভাবে অ্যামাজনে বিস্কুটটির অর্ডার পরতে শুরু করে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের এক সদস্য জানায়, তার বাড়ির পাশে একটি মুদি দোকানে শিগগিরই পণ্যটি পাওয়া যাবে। এ ছাড়া ডানজোর মাধ্যমে পুরো ব্যাঙ্গালুরে বিস্কুটটির প্যাকেট সরবরাহ করা হচ্ছিল।

মুম্বাই ভিত্তিক কন্টেন্ট ক্রিয়েটর রাহুল যাদব বলেন, এটি (বিস্কুট) অত্যন্ত বহুমুখী। স্বাদ দুর্দান্ত। তার এই টুইটের মাধ্যমে অনেকের টাইমলাইনে খবরটি প্রথম ছড়িয়ে পরে। সেও টুইটারের মাধ্যমে বিস্কুটটির খোঁজ পেয়েছে। ২০১৯ সালে রকি সিং ও ময়ূর শর্মার যৌথভাবে পরিচালিত জনপ্রিয় ফুড ব্লগ অনুষ্ঠান ‘হাইওয়ে অন মাই প্লেটে’র একটি পর্বে এটি দেখানো হলে তখন সে জানতে পারে।

প্রথমদিকে ভারতের উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গে বিস্কুটটি জনপ্রিয় হয়। এক দশক আগে থেকে এই অঞ্চলে প্রাণ কোম্পানির পণ্যগুলো জনপ্রিয়তা পেতে শুরু করে। বিশেষ করে রাস্ক বিস্কুট, প্যাকেজড ঝাল মুড়ি, ইন্সট্যান্ট নুডলস এবং প্যাকেজযুক্ত জুস। পুরো ভারতে জনপ্রিয়তা অর্জন করা কোম্পানিটির প্রথম পণ্য সম্ভবত ‘পোটাটা স্পাইসি বিস্কুট’।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান এবং সিইও আহসান খান চৌধুরী বলেন, পশ্চিমের জয়পুর থেকে শুরু করে দক্ষিণের মঙ্গলুরু পর্যন্ত প্রায় সব মার্কেটেই বিস্কুটটি পাওয়া যাচ্ছে। এটি এখন এমন একটি বিতরণ নেটওয়ার্কের অংশ যা পুরো ভারতে ছড়িয়ে পড়ছে।

যেভাবে ভারতে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশি বিস্কুট

তাহলে আপনারা বাংলাদেশের রিলায়েন্স? এমন প্রশ্নের জবাবে হেসে ওঠেন আহসান খান চৌধুরী। বলেন, না, না, ভারতের বড় কোম্পানিগুলোর সঙ্গে তুলনা করলে আমরা খুবই ছোট প্রতিষ্ঠান। ভারত আমাদের জন্য বড় মার্কেট।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com