মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন আমারাসুরিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচের সাক্ষাৎ দুহাত তুলে দোয়া চাইলেন পলক ডিজিটাল নিরাপত্তা মামলা থেকে মেজর হাফিজের অব্যাহতি আমার সঙ্গে ছবি দেখিয়ে সুপারিশ করলে পাত্তা দেবেন না: সারজিস সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম জাকারিয়া পিন্টুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন সৈয়দ সুলতানের নেতৃত্বে শ্রম সংস্কার কমিশনে আছেন যারা ইউক্রেন রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়লে ‘বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে’ এস আলমের শেয়ার বিক্রি, নতুন শেয়ারে ঘাটতি কমাবে ইসলামী ব্যাংক পা‌কিস্তানের ইক‌মিশনারের সেল‌ফিতে উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আওয়ামী লীগ সরকারের পতনের বাস্তবতা মেনে নিতে ভারত ব্যর্থ বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে জড়িয়ে ধরল ছেলে, ঝরল দুই প্রাণ গাজীপুরে সড়কে আরেক কারখানার শ্রমিকেরা, সংঘর্ষ-আগুনে রণক্ষেত্র অন্তর্বর্তী সরকার যত বেশিদিন থাকবে, তত সমস্যা বাড়বে : ফখরুল স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ফ্রেশ টিস্যু ফ্যাক্টরির আগুন

যুবসমাজকে নৈতিক শিক্ষা ও সভ্য সংস্কৃতিতে গড়ে তুলুন- মিল্কভিটা’র ভাইস চেয়ারম্যান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮
  • ১৩৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, শামছুর রহমান শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : “দেশের প্রাণ, সমাজের প্রাণ, দশের প্রাণ, পরিবারের প্রাণই হলো যুবসমাজ। যে দেশের যুবসমাজ নৈতিকভাবে যতটা শিক্ষিত ও সংস্কৃতিমনা, সে দেশ ও জাতি সার্বিকভাবে ততটাই সমৃদ্ধশালী, সভ্য, ততটাই উন্নত থেকে উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে, ধাবিত হচ্ছে । তাই দেশ ও দশ’কে সামনের দিকে আরও এগিয়ে নিতে নৈতিকভাবে শিক্ষিত, প্রশিক্ষিত ও সংস্কৃতিমনা যুবসমাজ গঠনের কোন বিকল্প নাই। এজন্য লেখাপড়ার পাশাপাশি তাদের মেধা-মননে সভ্য সংস্কৃতির বিকাশ অপরিহার্য। নিজেকে, এলাকাকে ও দেশকে আলোকিত করতে লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সভ্য সংস্কৃতি শিক্ষার বিকল্প নাই। ”

27394435_1643949599025032_2024080392_n

আজ (শুক্রবার) রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাঘাবাড়ী সিআরবি উল্কা ও সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি, মিল্কভিটা’র ভাইস চেয়ারম্যান, স্পেশাল পাবলিক প্রসিকিউটর(নারী ও শিশু), স্থানীয় আ.লীগ নেতা এ্যাড. শেখ মো: আব্দুল হামিদ লাভলু উপরোক্ত কথাগুলো বলেছেন। সমবায়ী গো-খামারীদের উদ্দেশ্যে তিনি বলেন,”ইতিপূর্বে মিল্কভিটা’য় জনবল নিয়োগে স্বজনপ্রীতি, তোষণনীতি অনুসৃত হওয়ায় অত্যাধিক ও ক্ষেত্র বিশেষে অদক্ষ, অযোগ্য জনবল নিয়োগ করায় সর্বক্ষেত্রে হ-য-ব-র-ল অবস্থা চলছিলো।

জাতীয় সম্পদ মিল্কভিটা’কে ধ্বংশের পায়তারা চলছিলো। সৎ, আদর্শবান, সুযোগ্য চেয়ারম্যান শেখ মো: নাদের হোসেন লিপু মিল্ক ইউনিয়নের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে যোগদানের পর থেকে তার বলিষ্ঠ নেতৃত্ব আর যুগোপযোগী নির্দেশনায় মিল্কভিটায় বিরাজিত নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা ক্রমান্বয়ে দুরীভূত করে মিল্কভিটাকে বর্তমানে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করতে আমরা সক্ষম হয়েছি। প্রান্তিক পর্যায়ের সকল সমবায়ী গো-খামারীদের ভাগ্যোন্নয়নে ও মিল্কভিটা’কে আরও সামনের দিকে এগিয়ে নিতে বর্তমান ব্যাবস্থাপনা কমিটি নিরলসভাবে কাজ করে চলেছে।”

27400315_1643949602358365_887068317_n

প্রধান অতিথি এ্যাড. শেখ মো: আব্দুল হামিদ লাভলু এ সময় আরও বলেন,”মাদক ক্রমাগত যুবসমাজকে ধ্বংশের দিকে ঠেলে দিচ্ছে। একজন মাদকাশক্ত হয়ে যুবকেরা দেশ, সমাজ তথা পরিবারের বহুমুখী ক্ষতিসাধন করছে। নানা ধরনের মাদকের কড়াল গ্রাস থেকে ও ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষায় যুবকদের সঠিক গাইডলাইন দিতে হবে। তাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাদের সভ্য সংস্কৃতিমনা, নৈতিক শিক্ষা, স্ব-শিক্ষায় শিক্ষিত, প্রশিক্ষিত করার গুরুদায়িত্ব আপনাদের, আমাদের, সকলের। সম্মিলিতভাবে এটা করতে পারলে পরিবার, সমাজ ও দেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবে।” বাঘাবাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি, রূপবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত নাট্টোৎসবপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, মিল্কভিটা’র পরিচালক আব্দুস সামাদ ফকির, বাঘাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজমত আলী, শাহজাদপুর পৌর যুবলীগ আহবায়ক আবু শামীম সূর্য্য, যুবলীগ নেতা মনিরুজ্জামান মনি, জেলা শ্রমিক পরিবহন নেতা আব্দুস সালাম প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে সুধীবৃন্দ, সমবায়ী নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মী, বাঘাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক-অভিভাবিকা, ছাত্র-ছাত্রী, বাঘাবাড়ী সিআরবি উল্কা ও সাংস্কৃতিক সংসদের নেতৃবৃন্দসহ এলাকার শত শত বিভিন্ন শ্রেণিপেশার আমজনতা উপস্থিত ছিলেন। বাঘাবাড়ী সিআরবি উল্কা ও সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় শিল্পীবৃন্দ সংগীত ও নৃত্য পরিবেশন করেন।সবশেষে ওই সংসদের ১২তম প্রযোজনায় ও নিরঞ্জন সরকারের পরিচালনায় নাটক ‘সংসার কেন ভাঙ্গে’ নাটক মঞ্চায়িত করেন স্থানীয় শিল্পীবৃন্দ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com