বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি এম এ হারেছ-এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শনিবার দুপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলা মানববন্ধনে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধাসহ এলাকার শত শত এলাকাবাসী অংশ গ্রহন করেন। এ সময় যুবলীগ নেতার হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ন্যাক্কারজনক হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার আইয়ুব আলী, সদর উপজেলা যুবলীগের আহবায়ক সাব্বির খান প্রিন্স, জেলা ছাত্রলীগের সদস্য সৈকত হাসান শাওন, মৌগাতী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফুর রহমান রতন, ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক বদিউজজ্জামান পিপুল, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ হামিদুল আক্কাস মন্ডল ও নিহতের পরিবারের সদস্য মোঃ হুমায়ুন কবীর প্রমুখ।
উল্লেখ্য, ঈদের দিন রাতে বাড়ী থেকে বিশ^কাপ ফুটবল খেলা দেখতে চুচুয়া বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবলীগ নেতা এম এ হারেছ নিহত হন।
বাংলা৭১নিউজ/জেএস