বাংলা৭১নিউজ, মোঃ মনজুর-ই-মওলা সাব্বির, নাটোর প্রতিনিধি: নাটোরে এক যুবলীগ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১১টায় শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত রিপণ শেখ (৩৫) একই এলাকার সৈয়দ শেখের ছেলে।
শহর যুবলীগের সভাপতি উজ্জ্বল বলেন, আহত রিপণ শেখকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত পিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে তাকে ৪ নং ওয়ার্ড যুবলীগ কর্মী বলে দাবী করে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী বলেন, “কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দিয়ে যাওয়ার পথে কয়েকজন দুর্বৃত্ত রিপনকে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।”
নাটোর সদর থানার অফিসার ইন চার্জ (তদন্ত) বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ১৮ই মার্চে ইমরান আলী নামে আরেক যুবলীগ কর্মীকেও কানাইখালী মাঠের সামনে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস