বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকার মতিঝিলে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগকর্মী রিজভী হাসান বাবু ওরফে বোঁচা বাবু নিহতের ঘটনায় মামলা হয়েছে।
শনিবার রাতে বাবুর বাবা আবুল কালাম মামলা করেন বলে মতিঝিল বিভাগের পুলিশের উপ-কমিশনার মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, “মামলায় ছয়জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
“আসামিদের ধরতে অভিযান চলছে। তাই আসামিদের নাম বলতে চাই না।”
গত শুক্রবার রাত ১১টার দিকে মতিঝিলের এজিবি কলোনিতে একটি ক্লাবে সন্ত্রাসীদের গুলিতে আহত হন বাবু ও আহসানুল হক ইমন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় বাবুর। ইমন এখনও ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় যুবলীগ সভাপতি সাগর অভিযোগ করেছেন, আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিলন ও তার অনুসারীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
অন্যদিকে মিলনের দাবি, তাদেরকে এলাকা ছাড়া করতেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএস