বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও তার বড় ভাই ইয়াকুব সরকারকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ৭ জনের বিরুদ্ধে একই রায় দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ নভেম্বর) দ্রুত বিচার আইনে বংশাল থানায় ২০১৩ সালের ২৫ নং মামলায় তাদের বিরুদ্ধে এ সাজা প্রদান করেন।
সিএমএম আদালতের বিচারক আশেক ইমাম এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত আসামি ইয়াকুব সরকার ৮ মাস ধরে কারাগারে আছেন। দ্রুত বিচার আইনের ৪ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সাজাপ্রাপ্ত অন্যান্য আসামিরা হলেন- আরমান, আনোয়ার হোসেন রকি, আব্দুর রাজ্জাক মিন্টু, এডভোকেট রাশেদ, পারভেজ, সোহেল, নাদের।
এর আগে পৃথক দুই মামলায় ইসহাক সরকারকে দুই বছর ও আড়াই বছর সাজা হয়। তার বিরুদ্ধে ৩২৭ টি মামলা রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ