বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক, নেত্রকোনা সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস মোঃ ইফ্তে খায়রুল ইসলাম তিলক (৪৫) গত বুধবার গভীর রাতে সিলিং ফ্যানে গলায় মাফলার পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে নেত্রকোনা সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, রাত ১টা ৪০ মিনিটের দিকে তিলককে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে তার মা খোরশিদা বেগম ডাক-চিৎকার শুরু করলে তিলকের মেয়ে ও ভাতিজী এসে দা দিয়ে মাফলার কেটে তাকে নিচে নামিয়ে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতালে গিয়ে লাশের ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে। তিলক মাস দুয়েক পূর্বে রাজনৈতিক মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয় এবং বেশ কিছু দিন হাজত বাসের পর সম্প্রতি জামিনে মুক্ত হন।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় তার গ্রামের বাড়ী মদনপুর শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রাঃ) মাজার প্রাঙ্গণে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস