বাংলা৭১নিউজ,কুমিল্লা: কুমিল্লায় পুলিশের ধাওয়ার মুখে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
এতে উত্তেজিত জনতা পুলিশের একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়ার পাশপাশি দুই পুলিশ সদস্যকে আটকে রাখে।
আজ ভোরে কুমিল্লা সদর উপজেলার বালুতোপা বাজারের পাশে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টার দিকে দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে জেলা সদরে নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর দক্ষিণ মডেল থানার এএসআইই জহিরের নেতৃত্বে পুলিশ রাস্তায় টহল দিচ্ছিল। ভোরে থানায় ফেরার পথে সদর উপজেলার চাপাপুর এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করে পুলিশ।
এতে কিছুদূর যাওয়ার পর ওই মোটরসাইকেল আরোহী রাস্তা থেকে ছিটকে পড়ে মারা যান।
এ সময় পুলিশের মাইক্রোবাসটিও রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে বিকল হয়ে যায়।
যুবক নিহতের খবর পেয়ে উত্তেজিত জনতা ঘটনাস্থল থেকে পুলিশ কনস্টেবল কামাল ও খোরশেদকে ধরে নিয়ে যায় এবং পুলিশের গাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে জনতার কাছ থেকে দুই কনস্টেবলকে উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, পুলিশ রাস্তা থেকে প্রায় তিনশ’ ফুট দূরে একটি ধানক্ষেতে নিহত ওই যুবকের লাশ গুম করার চেষ্টা করে। এতে উত্তেজিত জনতা তাদের ধরে নিয়ে যায়।
এদিকে জনতার কবল থেকে উদ্ধার হওয়া দুই পুলিশ সদস্যকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ওই যুবক নিহত হয়েছে। তবে এ নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের ভুল বোঝাবুঝি হয়। এক পর্যায়ে তারা দুই পুলিশ সদস্যকে আটকে রাখে। পরে তাদের উদ্ধার করা হয়।
তিনি জানান, নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এম