বাংলা৭১নিউজ,এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: কলমাকান্দা থানা পুলিশ শনিবার সকাল ১১টার দিকে নাজিরপুর ইউনিয়নের কান্তপুর গ্রামের বাকলা নদী থেকে সজীব (২১) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে। মৃত সজীব কান্তপুর গ্রামের মৃত ইছাম উদ্দিনের পুত্র।
স্থানীয় এলাকাবাসী ও কলমাকান্দা থানার এস আই শহীদুল ইসলাম সূত্রে জানা যায়, সজীবের একটি হাসের খামার রয়েছে। সজীব সকালে বস্তা ভর্তি হাঁসের খাবার নিয়ে খামারে যাওয়ার পথে বাকলা নদীকে নৌকা না পেয়ে কোমরে বস্তা বেঁধে নদী পাড় হওয়ার চেষ্টা কালে মাঝ নদীতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন সকাল ৯টার দিকে নদীতে এক যুবকের লাশ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয়। পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান লাশ উদ্ধারের সত্যতা স্বীকার বলেন, কিভাবে সজীবের মৃত্যু হয়েছে, ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলেই বুঝা যাবে।
বাংলা৭১নিউজ/জেএস