বাংলা৭১নিউজ, বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলায় কথিত অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক যুবকের গোপনাঙ্গে ইট ঝুলিয়ে নির্যাতন করার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন খাঁনসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ বিকালে শরণখোলা থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পরপরই দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত গত ৯ এপ্রিল ওই যুবককে নির্যাতনের ঘটনা ঘটে। পরে ফেসবুকে নির্মম নির্যাতনের ওই দৃশ্য ছড়িয়ে পড়ে।
বিষয়টি প্রশাসনের নজরে আসার প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ মামলা করে।
পুলিশ জানায়, মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের এক যুবকের (৩৫) সঙ্গে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য বানিয়াখালী গ্রামের ১৭ বছরের এক কিশোরীর মেয়ের মোবালই ফোনে পরিচয় হয়।
এর সূত্র ধরে কিশোরীর আমন্ত্রণে গত ৯ এপ্রিল যুবক তাদের বাড়িতে বেড়াতে আসেন। বানিয়াখালী গ্রামে অপরিচিত ওই যুবককে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় কয়েকজন যুবক তাকে ধরে ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন খাঁনকে খবর দেন।
তাৎক্ষণিকভাবে চেয়ারম্যান ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ওই যুবকের বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে করে বিচার দাবি করেন।
এরপর চেয়ারম্যান মহিউদ্দিন খাঁনের নেতৃত্বে ওই এলাকার শহিদের চায়ের দোকানের সামনে ওই যুবককে নির্যাতন করা হয়।
চেয়ারম্যান প্রকাশ্যে স্থানীয় গ্রাম পুলিশ ইসমাইল হোসেনকে দিয়ে ওই যুবকের গোপনাঙ্গে ইট বেধে দাঁড় করিয়ে রেখে বর্বর নির্যাতন চালান।
প্রায় আধাঘণ্টা পরে মোটা অংকের টাকার বিনিময়ে মুক্তি মেলে যুবকের। পরে তাকে এলাকা থেকে বিতাড়িত করে চেয়ারম্যানের ক্যাডার বাহিনী।
এদিকে ইউপি চেয়ারম্যানের এমন ন্যাক্কারজনক ‘বিচারের’ দৃশ্য মুহূর্তের মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় মানুষের মাঝে ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে।
এরপর আজ বিকালে যুবককে বর্বরোচিত নির্যাতনের ঘটনায় চেয়ারম্যান মহিউদ্দিনসহ অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ মামলা করে।
শরণখোলা থানার ওসি মো. আবদুল জলিল জানান, বিচারের নামে এমন বর্বরতায় মানবাধিকার লংঘিত হয়েছে। ইউপি চেয়ারম্যানসহ আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন খাঁনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন দুটি বন্ধ পাওয়া যায়।
বাংলা৭১নিউজ/সিএইস