বাংলা৭১নিউজ,ঢাকা: জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও যুদ্ধাপরাধের বিচার বন্ধে কোন প্রকার সাফাই এ সরকারের কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার দুপুরে বাংলা একাডেমিতে ডক্টর আনোয়ার হোসেন রচিত -‘অনন্ত আমরা চুপ থাকবো না’ গ্রন্থের আলোচনা অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা-ধর্মের নামে সহিংসতা ও গুপ্তহত্যার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
জ্বালাও-পোড়াও আর মানুষ হত্যা করে বাংলাদেশে মুক্তবুদ্ধি চর্চা বন্ধ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা।
অনুষ্ঠানে স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনৈতিক জোটের সমালোচনা করেন তথ্যমন্ত্রী।
বাংলা৭১নিউজ/এসএইস