ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল-থানি। খবর এএফপির।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোহায় শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে হামাসের নেতৃত্বে দেন সংগঠনটির জ্যেষ্ঠ নেতা খলিল আল-হাইয়া।
কাতারের প্রধানমন্ত্রী দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। তবে যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতা করতে প্রকাশ্যে কাতার প্রধানমন্ত্রীর যুক্ত হওয়ার বিষয়টি খুব একটা দেখা যায় না। তাছাড়া গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতা নিয়ে কয়েক মাস ধরে অচলাবস্থা চলছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘বৈঠকে গাজায় যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ অঞ্চলে চলমান যুদ্ধের সমাপ্তি টানতে একটি স্পষ্ট ও সমন্বিত চুক্তি নিশ্চিত করতে এ প্রক্রিয়াকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে উপায় নিয়ে আলোচনা হয়েছে।’
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ও মিশরের পাশাপাশি কয়েক মাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার। তবে আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় গত নভেম্বরে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে আপাতত সরে দাঁড়ানোর কথা জানায় কাতার। ডিসেম্বরে যুদ্ধবিরতির আলোচনা আবারও ফেরার ঘোষণা দেয় দেশটি। এরপরই কাতারের পক্ষ থেকে হামাসের সঙ্গে বৈঠকের বিষয়টি জানা গেল।
এদিকে গাজায় হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করতে একটি চুক্তি সইয়ের দাবিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে শনিবার রেকর্ড সংখ্যক মানুষ বিক্ষোভ করেছেন।
সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্তি নিয়ে হামাস ও ইসরাইল উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে, তবে এখন পর্যন্ত একমত হতে পারেনি।
বাংলা৭১নিউজ/একে