বাংলা৭১নিউজ,ঢাকা: বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে যুক্তিতর্ক উপস্থাপনের দিন আজ।
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজকের দিন পর্যন্ত জামিন বর্ধিত করেছিলেন আদালত। গত ২৮ মার্চ সর্বশেষ শুনানিতে তাঁকে আদালতে হাজির করার কথা থাকলেও বিশেষ কারণে তাঁকে হাজির করা হয়নি বলে জানিয়েছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এ মামলায় অপর আসামি জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে অব্যাহত যুক্তিতর্কের বাকি অংশ আজ বৃহস্পতিবার উপস্থাপিত হতে পারে। তারপর মনিরুল ইসলামের যুক্তিতর্ক উপস্থাপিত হবে। দুই আসামির যুক্তিতর্ক শেষ হলে খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করার কথা রয়েছে তাঁর আইনজীবীদের। মামলার অপর আসামি হারিছ চৌধুরী পলাতক। প্রায় তিন কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০১১ সালের ৮ আগস্ট এ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
এদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে রয়েছেন খালেদা জিয়া। গত ৮ ফেব্রুয়ারি তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত।
বাংলা৭১নিউজ/জেএস