যুক্তরাষ্ট্রের তেহাচাপি শহরে মিকলস নামের এক নারীর বাড়িতে ভাঙচুর করে ১৫ থেকে ২০টি শকুন। জানা গেছে, এগুলো ছিল জায়ান্ট ক্যালিফোর্নিয়া প্রজাতির শকুন। শনিবার (৮ মে) এখবর দিয়েছে ডেইলি সান।
প্রতিবেদনে বলা হয়, মিকলসের মেয়ে সানা কুইন্টেরো বলেছেন, গত সপ্তাহান্তে পাখিগুলি তার মায়ের বাড়িতে উপস্থিত হয়েছিল। এগুলো ডেককে আবর্জনায় পরিণত করে। পাশাপাশি একটি স্পা কভার, আলংকারিক পতাকা এবং লন অলঙ্কারগুলি নষ্ট করে। বাড়ির গাছপালা ছিটকে গেছে, রেলিংগুলোতে আঁচড় পড়েছে এবং সর্বত্র ছড়িয়ে পড়েছে শকুনগুলোর বর্জ্য।
সানা তার মা মিকলসের অনুভূতি সম্পর্কে বলেন, তিনি অবশ্যই হতাশ কিন্তু এ সম্পর্কে বিস্মিত এবং এটি কী এক অস্বাভাবিক অভিজ্ঞতা তা জানে। যুক্তরাষ্ট্রের ফিশ এবং ওয়াইল্ড লাইফ সার্ভিসের মুখপাত্র পাম বিয়ার্স বলেন, শকুনদের এমন দলবদ্ধ ওড়াওড়ি অস্বাভাবিক নয়। মাঝে মাঝে তারা বাড়িঘরকে দাঁড়ে বসার জায়গা বলে মনে করে।
বাংলা৭১নিউজ/এমকে