মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে ২২ লাখ টাকা, মাদকসহ গ্রেপ্তার ৭৪ স্ত্রীর পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর সোহেল গ্রেফতার ১০ মাসে বেড়েছে ৭ বার, আবারও গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা রেখেই ঢাবির ভর্তি কার্যক্রম সোহরাওয়ার্দীতে ইসলামি মহাসম্মেলনে আলেম-ওলামাদের ঢল যুক্তরাষ্ট্রের নির্বাচন আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রযুক্তি কাজে লাগিয়ে চিংড়ি উৎপাদন বাড়ানোর আহ্বান ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ডিবিতে অসুস্থ শাজাহান খানকে নেওয়া হলো ঢামেকে সোহেল তাজকে যে আশ্বাস দিলেন প্রধান উপদেষ্টা ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনে একজন নিহত, দগ্ধ ৬ হাসিনা-কাদের, ইনু-মেননের প্রতীকী ফাঁসি দেওয়া হলো টিএসসিতে কপ-২৯ সম্মেলন : আজারবাইজান সফরে যাচ্ছেন ড. ইউনূস গাজায় ‍যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় সবকিছু করব: কমলা হ্যারিস ইরানে হেলিকপ্টার দুর্ঘটনা, আইআরজিসি জেনারেল ও পাইলট নিহত বিদ্যুৎ-জ্বালানি সুরক্ষার নিশ্চয়তাকে সাংবিধানিক অধিকার করার দাবি প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার কমিশন প্রধানদের বৈঠক

যুক্তরাষ্ট্রের নির্বাচন

সৈয়দ ওয়ালীউল আলম
  • আপলোড সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ফলাফল কি হবে আগাম জানিনা।
তবে আশা করছি কমলা হ্যারিস জয়লাভ করবেন। জরিপের ফলাফলগুলো হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বললেও তেমন হাড্ডা-হাড্ডি নয় বলেই আমার পর্যেবক্ষন।
হিসাবটি এমন! ডেমোক্র্যাটদের ক্ষুদ্র একটি অংশ যারা বরাবরই ডেমোক্রেট প্রার্থীদেরকে ভোট দেয় এবার হয়তো তারা কমলা হ্যারিসকে কে ভোট দেবে না। এদের মধ্যে একটি অংশ মুসলিম এবং আরেকটি অংশ হিন্দু আমেরিকান, সেই সাথে কিছু ব্লাক এবং হিসপানিক। এই মুসলিম এবং হিন্দুরা মূলত তাদের ধর্মীয় উম্মাদনায় হ্যারিসেক বর্জন এবং ট্রাম্পকে ভোট দেয়ার কথা বলছে। মুসলিম এবং এই হিন্দু – প্রায় সকল বিষয়ে তারা একে অন্যের বিরুদ্ধে তীব্র উম্মদনা বোধ করলেও হ্যারিসকে ভোট না দেয়ার ব্যাপারে ঐক্যবদ্ধ।
যদি হ্যারিস এবং ট্রাম্পর মধ্যে ‌মানবিক বিষয়গুলোর’ পার্থক্য হিসাব করা হয় তবে- এদিক থেকে ট্রাম্প, কমলা হ্যারিসের ধারে কাছেও নেই। অবশ্য আমেরিকান পলিসির বিষয়ে অনেকে কথা বলতে পারেন। এক্ষেত্রে তাদের জন্য তথ্য হচ্ছে, ইসরাইলের বিষয়ে একজন মুসলিম আমেরিকান প্রেসিডেন্ট হলেও এ পলেসির খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে না। তবে কেউ এ বিষয়ে কিছুটা কঠোর হতে পারেন আবার কেউ কিছুটা সফট হতে পারেন। মনে রাখা ভলো, ট্রাম্প ইসরাইলকে ইরানের নিউিক্লয়ার পাওয়ার প্লান্টের উপর হামলার আহবান জানিয়েছ। অন্যদিকে বাইডন প্রশাসন এ বিষয়ে ইসরাইলকে থামিয়ে রাখে।
অবশ্য মুসলিম-হিন্দু আমেরিকানসহ ডেমোক্রাটদের ক্ষুদ্র একটি অংশ কমলা হ্যারিসক ভোট না দিলেও আশা করা হচ্ছে রিপাবলিকানদের একটি অংশ এবার কমলা হ্যারিসকে ভোট দেবে, এটা মোটামুটি নিশ্চিত। ফলে ডেমোক্রেটদের এই হিন্দু-মুসলিম গ্রুপটির ভোট শেষ পর্যন্ত ফলাফলে ইফেক্ট করবে না বলেই আমার বিশ্বাস।

এবার অন্য একটি হিসাব।

২০২০ সালে নির্বাচনের পর ট্রাম্প অভিযোগ করেন তিনি বিজয়ী হয়েছিলেন কিন্তু তার বিজয় কেড়ে নেওয়া হয়েছে। ধরা যাক, তিনি সত্য বলেছেন (যদিও তিনি পুনঃভোট গণনাসহ আদালতে এ সংক্রান্ত যতগুলো অভিযোগ করেছেন তার সবগুলোই মিথ্যে প্রমাণিত হয়েছে।
তারপরও ধরা যাক তিনি সত্য বলেছেন। ২০২০ সালে ট্রাম্প ছিলেন প্রেসিডেন্ট। তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় যখন তার বিজয় অন্যরা কেড়ে নিয়ে যেতে পারে, এবার তিনি একজন অভিযুক্ত আসামি, রাষ্ট্রীয় ক্ষমতাবিহীন, সুতরাং এবার তার বিজয় কেড়ে নেয়া আরো সহজ হবে- এটি সাধারণ হিসাব। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে তার বিজয়ী হওয়ার কোন সম্ভাবনা নেই।

তাহলে যারা তাকে ভােট দিচ্ছে কোন যুক্তিতে আশা করছে যে ট্রাম্প জয়ী হবে?
ধরা যাক, ২০২০ সালের নির্বাচনে তিনি আসলে বিজয়ী হননি। পরাজিত হয়েছেন। তাহলে দাঁড়াচ্ছে যে সেই নির্বাচন সম্পর্কে তিনি মিথ্যা অভিযোগ করেছেন। তাহলে তিনি একজন মিথ্যুক। যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে অভিযোগ তিনি প্যাথলজিক্যাল লায়ার। প্রতারক। সুতরাং ট্রাম্পকে যারা ভোট দিচ্ছে তারা যদি মনে করেন ট্রাম্প এ নির্বাচনে বিজয়ী হবে- তার অর্থ তারা ট্রাম্প যে মিথ্যুক-প্রতারক এটা জেনে শুনে ভোট দিচ্ছেন। অবশ্য বহু মানুষ আছেন প্রতারিত হতে পছন্দ করেন। খেয়াল করুন এদের মধ্যে হিন্দু-মুসলিম এই গ্রুপটি আছে। যারা মনে করে ট্রাম্প বিজয় বিজয়ী হবে।
এখন আমেরিকার এই ভোট পরীক্ষার অবস্থা কেমন দাঁড়াল?
ট্রাম্প বিজয়ী হন তবে আমেরিকার ভবিষ্যৎ নিয়ে আমি সত্যিই হতাশ।
একটি কথা আছে, যেমন সম্প্রদায়, তাদের নেতাও তেমন হবেন!

সুত্র: সৈয়দ ওয়ালীউল আলম এর ফেইসবুক পেইজ থেকে নেওয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com