শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

যুক্তরাষ্ট্রের ডুবো-ড্রোন জব্দ করেছে চীন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬
  • ১২০ বার পড়া হয়েছে
ফাইল ফটো

বাংলা৭১নি্উজ, ডেস্ক : দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের একটি ডুবো-ড্রোন জব্দ করেছে চীন।

এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনার প্রতিবাদ করে ডুবো-ড্রোন ফেরত দিতে আনুষ্ঠানিক অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স অনলাইনে বলা হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগরের ফিলিপাইন উপকূলের কাছে সুবিক বে থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে চীনের একটি যুদ্ধজাহাজ মার্কিন ডুবো-ড্রোনটি তাদের নিয়ন্ত্রণে নেয়। এ সাগরে গবেষণার জন্য মোতায়েন যুক্তরাষ্ট্রের ইউএসএনএস বোডিচ নামে জাহাজের অধীনে ছিল বেনামি এই ডুবো-ড্রোন।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরে জরিপ ও গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের ২৯টি জাহাজ মোতায়েন রয়েছে, যার মধ্যে ইউএসএনএস বোডিচ একটি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নিয়ম মেনে যুক্তরাষ্ট্রের ডুবো-ড্রোনটি দক্ষিণ চীন সাগরে জরিপের কাজে নিয়োজিত ছিল। সাগরের লবণাক্ততা ও তাপমাত্রা পরিমাপে কাজ করছিল এটি। এর গায়ে ইংরেজিতে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে, এটি সার্বভৌম নৌযান, যা সরানো যাবে না এবং এটি যুক্তরাষ্ট্রের সম্পত্তি।

এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, চীনা নৌবাহিনীর দালাং-৩ শ্রেণির যুদ্ধজাহাজ এএসআর-৫১০ যুক্তরাষ্ট্রের বোডিচের ৫০০ গজের মধ্যে এসে ডুবো-ড্রোনটি জব্দ করে নিয়ে যায়।

চীনা জাহাজের সঙ্গে রেডিওর মাধ্যমে বোডিচ তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে ডুবো-ড্রোনটি ফেরত চায়। কিন্তু তা উপেক্ষিত হয়। পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস জানিয়েছেন, পেশাদার কোনো নৌবাহিনীর আচরণ নয় এটি।

মার্কিন ডুবো-ড্রোন জব্দ করার মধ্য দিয়ে আবারও একবার দক্ষিণ চীন সাগরে শক্তিশালী সামরিক উপস্থিতি জানান দিল চীন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একদল বিশেষজ্ঞ স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দাবি করেন, দক্ষিণ চীন সাগরে নির্মিত সাতটি কৃত্রিম দ্বীপে যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে চীন। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ও বিমান বিধ্বংসী ব্যবস্থা। পরে চীন দাবি করে, যুদ্ধাস্ত্র মোতায়েনের বৈধ ভিত্তি রয়েছে তাদের।

২০১৫ সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের দুটি বোমারু বিমান (ইউএস বি-৫২) চীনের কৃত্রিম দ্বীপের ওপর প্রদক্ষিণ করে। এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বেড়ে যায়।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি ফোনালাপ করার পর থেকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক উত্তাপ বেড়েছে।

বাংলা৭১নি্উজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com