যুক্তরাষ্ট্র জানিয়েছে, যুক্তরাজ্যের অন্তত তিনটি বিমানঘাঁটির ওপর অজ্ঞাতপরিচয় ড্রোন উড়তে দেখা গেছে। ড্রোনগুলো কাদের, তা এখনো জানা যায়নি।
মার্কিন সামরিক বাহিনী রবিবার প্রকাশ্যে এনেছে এই তথ্য। তাদের দাবি, এক সপ্তাহ ধরে ছোট ছোট এই ড্রোনগুলোকে যুক্তরাজ্যের অন্তত তিনটি বিমানঘাঁটির ওপর ঘুরতে দেখা গেছে।
যুক্তরাজ্যের পূর্ব দিকে অবস্থিত তিনটি সেনাঘাঁটিতে এই ড্রোন দেখা গেছে। ড্রোনগুলো কাদের, কেন তা বিমানঘাঁটির ওপর ঘুরছে, সবই এখনো অজানা।২০ থেকে ২২ নভেম্বরের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ড্রোনগুলো কোনো অসৎ উদ্দেশ্যে পাঠানো হয়েছিল কিনা, তা-ও এখনো স্পষ্ট নয়।
যুক্তরাজ্যের বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনগুলোর বিষয়ে সব তথ্য এখনই তারা প্রকাশ্যে আনবে না। বিমানঘাঁটিগুলোকে রক্ষা করা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। কেউ চাইলেই যুক্তরাজ্যের বিমানঘাঁটির নিরাপত্তা ভাঙতে পারবে না বলে জানানো হয়েছে। এই ঘটনার পর নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে বলেও জানানো হয়েছে।
এদিকে যে তিনটি বিমানঘাঁটির ওপর ড্রোন ঘুরতে দেখা গেছে, তার একটিতে ৪৮টি ফাইটার প্লেন বা যুদ্ধবিমান আছে। ইউরোপের যেকোনো জায়গায় যুদ্ধক্ষেত্রে যাওয়া সম্ভব এখান থেকে।
এ ছাড়া দ্বিতীয় বিমানঘাঁটিতে যুদ্ধবিমানের তেল ভরার জায়গা তৈরি করা আছে। সেই দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি। আর তৃতীয় ঘাঁটিতে সেনাবাহিনীর থাকার জায়গা, স্কুল সব আছে।
গত সপ্তাহেই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র নিয়ে রাশিয়ায় আক্রমণ চালিয়েছে ইউক্রেন। তার ঠিক পরই যুক্তরাজ্যের বিমানঘাঁটির ওপর ড্রোন দেখা গেল। এই দুই ঘটনার মধ্যে কোনো যোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএইচ