মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হাসানুজ্জামান ওরফে হাছানকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৭ এপ্রিল) রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-২ ও র্যাব-৬।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তার হাছানকে গত ২০১১ সালে ৯৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরবর্তীতে আসামির বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। ঐ মামলায় হাছান ১৭ মাস জেল হাজতে কারাবাসের পর আদালত থেকে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়। অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পরবর্তীতে আসামি হাছান পলাতক থাকা অবস্থায় আদালত বিচারিক কার্যক্রম শেষে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে হাছানকে গ্রেপ্তারের জন্য র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব-২ ও র্যাব-৬ এর একটি যৌথ অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, আসামি হাছান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে নিজের নাম-পরিচয় গোপন করে আত্মগোপনে থাকতো।
বাংলা৭১নিউজ/এসএইচ