বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার: আসিফ মাহমুদ জাহাজে সাত খুন: বাগেরহাট থেকে ইরফান গ্রেফতার মোজাম্বিকে তিন শতাধিক বাংলাদেশির দোকান লুটপাট শুভ বড়দিন আজ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫ চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেটা নিজের মধ্যে স্থাপন করতে হবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর জেলখানায় হত্যা: শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল কর্ণফুলীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবার সিলেট সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ দেশের স্বাধীনতা, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করবো না: জামায়াত আমির ডিএমপিতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫২৯ মামলা রোহিঙ্গা ক্যাম্পে আগুনে কয়েকশ’ ঘর ভস্মীভূত, নিহত ২ গ্রিনল্যান্ড কিনতে চান ট্রাম্প, ক্ষেপল ডেনমার্ক! নারায়ণগঞ্জে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত দুদকের মামলায় গ্রেফতার সাবেক সচিব ইসমাইল

‘যাপিত জীবনের গল্প’র মোড়ক উন্মোচন করলেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩ বার পড়া হয়েছে

অমর একুশে বইমেলায় জ্যেষ্ঠ সাংবাদিক মনিরুজ্জামান উজ্জ্বলের ‘যাপিত জীবনের গল্প’ জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ঝুমঝুমি প্রকাশনের (৭১ ও ৭২ নম্বর স্টল) সামনে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মনিরুজ্জামান উজ্জ্বল আমার সঙ্গে অনেক কাজ করেছেন। তিনি আমার জীবনের উত্থান-পতন অনেক কিছুর সাক্ষী। কেমন করে শূন্য থেকে বার্ন ইনস্টিটিটিউট স্থাপন করলাম, কীভাবে এতদূর এলাম- সবকিছুর সাক্ষী তিনি। আমি তার কাছে কৃতজ্ঞ।’

তিনি বলেন, ‘এই পথচলায় অনেক সাংবাদিক আমাকে সর্বদা সহযোগিতা করেছেন। ৫ থেকে ৫০০ শয্যার হাসপাতাল স্থাপনে সাংবাদিকরা অনেক অবদান রেখেছেন। তারা স্বাস্থ্যখাতের সমস্যাগুলো সবার কাছে তুলে ধরেছেন, তার জন্য আজকের এই হাসপাতালকে বিশ্বের সর্ব বৃহৎ বার্ন ইনস্টিটিউট হিসেবে পরিণত করতে পেরেছি। এজন্য আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ, যার অনুপ্রেরণায় আমরা সফল হয়েছি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের অনেক কষ্ট সহ্য করে কাজ করতে হয়। কিন্তু সত্য সংবাদ প্রকাশ করলে তার যে কত উপকার হয় আমি নিজেই তার প্রমাণ।’

স্বাস্থ্যমন্ত্রী হওয়ার অনুভূতি নিয়ে তিনি বলেন, ‘আমার একটা স্বাভাবিক জীবন ছিল। তা একটা টেলিফোন এসে পরিবর্তন করে দিয়েছে। আমি বাসায় বসে টেলিভিশন দেখছিলাম, হঠাৎ একটা কল এসে সব পরিবর্তন করে দিয়েছে। আমি আগে বাসায় বিশ্রাম নিতাম, টিভির বিভিন্ন অনুষ্ঠান দেখতাম, এখন সারাদেশ চষে বেড়াচ্ছি।’

সামন্ত লাল বলেন, ‘আমি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যাসেবা পৌঁছে দিতে চাই। আমি যদি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি, তাহলে ঢাকার হাসপাতালগুলোতে এত ভিড় হবে না। ঢাকার বাইরে বার্ন ইউনিট নেই। গরিব মানুষকে কষ্ট করে ঢাকায় আসতে হয়। আমি সমস্যাগুলো চিহ্নিত করতে কাজ করছি। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত সমস্যাগুলো সমাধানে কাজ করবো। আমি শতভাগ না পারলেও যদি ৫০ ভাগ করতে পারি, নিজেকে সফল মনে করবো।’

এসময় বইয়ের লেখক মনিরুজ্জামান উজ্জ্বল বলেন, ‘সাংবাদিকতা জীবনে গত তিন দশকে নানান ঘটনা দেখেছি। যার অনেক কিছুই রিপোর্ট আকারে প্রকাশ করা যায় না। ঘটনার নেপথ্যের অনেক ঘটনা আমি ফেসবুকে তুলে ধরছিলাম। পরে সিনিয়র সাংবাদিক আরিফের পরামর্শে বই আকারে প্রকাশ করলাম।’

তিনি বলেন, ‘আজ আমার আহ্বানে সাড়া দিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসেছেন। তার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ও কাজ করার অভিজ্ঞতা। তার কাছে অনেক রোগী পাঠিয়েছি, সবসময় সহযোগিতা করেছেন। তেমনই একটি দগ্ধ মেয়েকে পাঠানোর কথা এই বইয়ে উল্লেখ আছে। বার্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠায় তার যে অক্লান্ত পরিশ্রম তা এই বইয়ে উঠে এসেছে।’

এই জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, ‘বই হলো সন্তানের মতো। আমার যেদিন প্রথম সন্তান হয়, সেদিন যে খুশি হয়েছি আমার বইটি হাতে পেয়ে একই অনুভূতি হয়েছে। সাংবাদিকদের জীবনযাপনের বিষয়ে যাদের জানার আগ্রহ রয়েছে, যারা সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও সাংবাদিকদের সম্পর্কে জানতে চান, তারা বইটির মাধ্যমে জানতে পারবেন।’

তিনি বলেন, ‘অনেকেই সাংবাদিকতাকে ফ্যান্টাসি মনে করেন। কিন্তু প্রকৃত সাংবাদিকতা করতে হলে অনেক দুঃখ-কষ্টের মধ্যদিয়ে যেতে হয়। আবার কাজের স্বীকৃতি পেলে অনেক আনন্দ পাওয়া যায়।’

জ্যেষ্ঠ সাংবাদিক আরিফ সোহেলের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, ক্র‍্যাবের সভাপতি কামরুজ্জামান খানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বইটিতে লেখক সাংবাদিকতা পেশার সুখ-দুঃখ, হাসি-কান্না, প্রিয়-অপ্রিয় এবং বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি গ্রাম ও শহুরে জীবনের নানান বাস্তব ঘটনা পাঠকদের সামনে তুলে ধরেছেন।

অধুনালুপ্ত দৈনিক বাংলার বাণীর মাধ্যমে মনিরুজ্জামান উজ্জ্বলের সাংবাদিকতার পথচলা শুরু। পরে দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকা দৈনিক যুগান্তর ও দৈনিক সমকালে অপরাধ ও স্বাস্থ্যবিষয়ক রিপোর্টিংয়ে বেশ দক্ষতার সঙ্গে কাজ করে সুনাম কুড়িয়েছেন। তিনি ইংরেজি জাতীয় দৈনিক ঢাকা ট্রিবিউনে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে কাজ করেন।

মনিরুজ্জামান উজ্জ্বল বর্তমানে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ ২৪ ডটকমে প্ল্যানিং এডিটর হিসেবে কর্মরত।

বইটির প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। লেখকের সাংবাদিকতা জীবনের ৩৪টি উল্লেখযোগ্য ঘটনার গল্প নিয়ে ‘যাপিত জীবনের গল্প’ বইটির প্রথম খণ্ড সাজানো হয়েছে। গল্পগুলোতে সত্য তুলে ধরতে বিন্দুমাত্র পিছপা হননি লেখক।

‘যাপিত জীবনের গল্প’ প্রকাশ করেছে ঝুমঝুমি প্রকাশনী। বইমেলায় ঝুমঝুমি’র ৭০ ও ৭১ নাম্বার স্টলে বইটি পাওয়া যাবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com