রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৪০ লাখ শ্রমিক পাবে টিসিবির পণ্য, ১ অক্টোবর থেকে বিতরণ তারুণ্যের সামনে স্বৈরাচারের দানবীয় শক্তি খড়কুটোর মত ভেসে যায়: জিএম কাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ পলিথিন বর্জনের কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে আমরা আগস্ট বিপ্লবের প্রতিফলন দেখতে চাই: মেজর হাফিজ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ফের রিমান্ডে সিডনি পালিয়েছেন অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম আমরা বিজ্ঞানভিত্তিক মুক্তচিন্তার সমাজ চাই : শারমীন মুরশিদ এস আলম গ্রুপের সব স্থাবর সম্পদের তালিকা হাইকোর্টে দাখিলের নির্দেশ সাংবাদিক বদিউল আলম আর নেই সাংবাদিক শফিক রেহমানের সাজা এক বছর স্থগিত কোনো রকম তথ্য না দিয়ে ফের পানি ছাড়ল ভারত, নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশ-ভারত টেস্টের তৃতীয় দিনও পরিত্যক্ত নাসরাল্লাহ হত্যা, নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের দাবি ইরানের সাইবার সিকিউরিটি আইন দ্রুত সংশোধন: আসিফ নজরুল ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ৭৩৫ মামলা, জরিমানা সাড়ে ২৯ লাখ টাকা নোয়াখালীতে গণপিটুনিতে যুবলীগ নেতার মৃত্যু জ্বালানি-এনবিআর-ব্যাংক সংস্কারে সহায়তা করবে বিশ্বব্যাংক-আইএফসি স্বৈরাচারের পতন হলেও প্রেতাত্মারা এখনো আছে: বদিউল আলম বৈরুত বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার হ্যাক করেছে ইসরায়েল

যাত্রীদের দুর্ভোগ দ্বিতীয় দিনের মতো বন্ধ রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৪ বার পড়া হয়েছে

দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল। এতে দুর্ভোগ পোহাচ্ছেন ঢাকাগামী পরিবহনে চলাচলকারী যাত্রীরা। ভেঙে ভেঙে বিভিন্ন বাহনে তাদের ঢাকায় যেতে হচ্ছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন ।

ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে সোমবার (২ অক্টোবর) ভোর থেকে রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ ফরিদপুর-কুষ্টিয়াসহ দেশের অন্যান্য রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

রাজবাড়ী বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের দুটি বাস রাজবাড়ী-ঢাকা রুটে চলাচলের কথা থাকলেও প্রতিদিন চারটির বেশি বাস চলছিল। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গোল্ডেন লাইনের বাস আটকে যাত্রী নামিয়ে খালি বাস ফেরত পাঠায় রাজবাড়ী বাস মালিক সমিতি। এ কারণে ঢাকার গাবতলীতে রাজবাড়ীর বাস ঢোকা বন্ধ করে দেওয়া হয়। একই কারণে সোমবার ভোর থেকে রাজবাড়ী থেকে ঢাকায় সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

সূত্র বলছে, রাজবাড়ী-ঢাকা রুটে ১০১টির বেশি ট্রিপ চলাচল করে। যার মধ্যে রাজবাড়ীর বাসের ট্রিপ রয়েছে মাত্র ৫৩টি। কোনো আলোচনা না করে অন্যান্য বাস রাজবাড়ীর ওপর দিয়ে চলাচল শুরু করায় এ সমস্যার সৃষ্টি হচ্ছে।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, আজ দ্বিতীয় দিনের মতো রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com