ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এরমধ্যে যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, মানিকনগর এবং সবুজবাগ এলাকায় বেশি ডেঙ্গুরোগী।
এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের সবচেয়ে বেশি রোগী এসেছে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও এবং বাড্ডা থেকে।
মঙ্গলবার (১৮ জুলাই) এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা রাশেদা সুলতানা।
তিনি জানান, এ বছর ১৭ জুলাই পর্যন্ত ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৬৯৭ জন এবং ঢাকার বাইরে সাত হাজার ৭৭০ জন।
ডা রাশেদা সুলতানা জানান, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালসহ সব হাসপাতালেই পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট দেওয়া আছে। আরও প্রয়োজন হলে রোগ নিয়ন্ত্রণ শাখা ব্যবস্থা নেবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত ১৮-৪০ বছর বয়সী রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, ঢাকা শহরে এসব রোগীর সংখ্যা সাত হাজার ৯৩ জন এবং ঢাকার বাইরে চার হাজার ১২০ জন।
বাংলা৭১নিউজ/এসএইচবি