বিচারক জয়শ্রী সমাদ্দার অভিযোগটি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের একজন হাকিমকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করে তার ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
যাত্রাবাড়ী এলাকার ওই নারীর আবেদনে আসামি হিসেবে যাত্রাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসান ও মোছাম্মত লাইজু, শফিকুল ইসলাম রনি, মো. সাগর, মো. শামীম, মো. আলাউদ্দিন, দেলোয়ার হোসেন, মো. হানিফ, মো. স্বপন, বিলকিস আক্তার শিলা ও ফারজানা শশীর নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ওসি ওয়াজেদ মিয়া বলেন, গত ১৩ মার্চ একটি আবাসিক হোটেল থেকে ‘দেহ ব্যবসার’ অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। জামিনে বেরিয়ে এসে তারা আবার এসব কাজ শুরু করে। এতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে আদালতে এই অভিযোগ করেছে।
ওই নারীর অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেন তিনি।