রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকা থেকে আনুমানিক ২২ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা মূল্যের ৭ হাজার ৪৮৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় তার কাছ থেকে সাত হাজার ৫৭০ টাকাও উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম ইমরান গাজী (৪৩)। রোববার (৫ মার্চ) এই তথ্য জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব।
তিনি বলেন, শনিবার (৪ মার্চ) র্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২২ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা মূল্যের ৭ হাজার ৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান গাজী (৪৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেফতার ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ